E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন

মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন ৪৩ প্রার্থী

২০২৪ ফেব্রুয়ারি ১৩ ১৯:১৩:০৫
মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন ৪৩ প্রার্থী

শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৩ জন প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো আজ মঙ্গলবার। বিকাল ৪টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এ তথ্য জানিয়েছেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া ৪ জন হলেন— বর্তমান পৌর মেয়র পৌর যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম সওদাগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন, আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর।

এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৮ ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১৬-১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ১৯- ২০ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি, ২২ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২৩ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনে ৩৫ হাজার ৫১৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৫ শ ৯ ও নারী ভোটার ১৬ হাজার ৯ জন।

(এসপি/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test