E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবিধা বঞ্চিত নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

২০১৪ নভেম্বর ১৩ ১৭:১২:৪১
সুবিধা বঞ্চিত নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

পিরোজপুর প্রতিনিধি :সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষে উজ্জীবিত কর্মসুচীর আওতায় পিরোজপুরের উপকারভোগী সদস্যদের মাস ব্যাপী সেলাই বিষয়ক প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের বাইপাস সড়কের উদ্দীপন ট্রেনিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলার ২৫ জন প্রশিক্ষণ গ্রহনকারীর মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী। এসময় অন্যান্নের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, ফাইনান্স ম্যানেজার হাফিজুরর রহমান, প্রশিক্ষক নাজমা বেগম, প্রোগ্রাম অফিসার সুমন আকবর, প্রশিক্ষনার্থী ঝর্না বেগম ও মেরিনা আক্তার প্রমুখ।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় পিরোজপুর উদ্দীপন মাস ব্যাপী এ প্রশিক্ষণ প্রোগ্রাম বাস্তবায়ন করে।

(এসএ/এসসি/নভেম্বর ১৩,২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test