E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৮:১৭:১২
সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ‘সুন্দরবনকে ভালোবাসুন, ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস ঘোষণা করুন’ এ শ্লোগানকে সামনে রেখে র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে সাতক্ষীরায  পালিত হয়েছে সুন্দরবন দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকাল ১০ টায় শহরের মিনি মার্কেট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ম্যানগোভ সভাঘরের নীচে শেষ হয়। সকাল ১১টায় ম্যানগ্রোভ সভাঘরে সুন্দরবন দিবসের আহবায়ক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়েসর আঃ হামিদ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা ওযাহেদুজ্জামান, টিআইবি সনাক সভাপতি হেনরি সরদার, সাংবাদিক মমতাজ আহমেদ বাপ্পী প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বসবাসরত ও দক্ষিণ- পশ্চিমাঞ্চলের মানুষকে প্রাকৃতিক দূর্যোগ থেকে মায়ের মতো আগলে রেখেছে। সুন্দরবন বাংলাদেশ তথা ধরিত্রী রক্ষায় অন্যতম রক্ষাকবজ হিসেবে কাজ করে। সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এটি এখন বিশ্বঐতিহ্য। বিশ্বের বুকে বাংলাদেশকে আলাদা করে চিহ্নিত করা যায়। অনেকটা মায়ের কোলে একটি শিশু যেমন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে তেমনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক বিরাট এলাকা সুন্দরবনকে অবলম্বন করে নিরাপদ রয়েছে। বিগত ২০০১ সালে খুলনায় অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন।

সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সেই সময়ের রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ। সেই থেকে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করা হয়।

বক্তারা আরও বলেন, সুন্দরবন শুধুমাত্র পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনই নয়, বিশ্বে সুন্দরবনের মত এত সমৃদ্ধ জীববৈচিত্র্য আর কোন বনে নেই। এই জন্যই সুন্দরবনকে বলা হয় ‘জীববৈচিত্র্যের জীবন্ত পাঠশালা’। সুন্দরবন সংলগ্ন এলাকায় শিল্প স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে। সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষকে সচেতন করতে হবে। বন রক্ষায় স্থানীয় বন সংরক্ষণে সম্পৃক্ত করতে হবে এবং তাদের জ্ঞান কাজে লাগাতে হবে। সুন্দরবন বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে। সুন্দরবন ভ্রমণে আগ্রহী ভ্রমণ পিপাসুদের জন্য ইকো টুরিজম নিশ্চিত করতে হবে। যথেচ্ছভাবে সুন্দরবনে গমনাগমন বন্ধ করতে হবে।

এদিকে শ্যামনগরের হরিনগরে মালঞ্চ নদীর তীরে শরুর ইয়ুথ টিমের আয়োজনে সুন্দরবন দিবস উপলক্ষে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শরুর ইয়ুথ টিমের পরিচালক এসএম জয়নুজা নাঈম ও শুভঙ্কর সরকারসহ কয়েকজন বক্তব্য দেন।

বক্তারা বলেন, সুন্দরবনে রয়েছে পাঁচ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি। প্রতিনিয়ত বনখেকোদের আগ্রাসনের ফলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ হুমকির মুখে। সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ গোটা দেশের পরিবেশ।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test