E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জাতীয় সংসদে ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার ও বিমান বন্দর চালুর প্রসঙ্গ উত্থাপন 

২০২৪ ফেব্রুয়ারি ১৫ ১৮:২৬:০৩
জাতীয় সংসদে ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার ও বিমান বন্দর চালুর প্রসঙ্গ উত্থাপন 

ঈশ্বরদী প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার ও বিমানবন্দর চালুর প্রসংগ উত্থাপন করেছেন পাবনা-৪ আসনের নবনির্বাচিত এমপি গালিবুর রহমান শরীফ। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব সম্পর্কিত সংসদে প্রথম বক্তৃতায় এমপি গালিব শরীফ ঈশ্বরদী ও আটঘরিয়ার সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।

এমপি গালিব শরীফ প্রধানমন্ত্রীর কাছে ঈশ্বরদী ও আটঘরিয়ার কয়েকটি প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, আমাদের গলাট কাঁটা রেলক্রসিং। এখানে ওভারপাস নির্মাণের পাশাপাশি দ্রুত ঈশ্বরদী বিমানবন্দর চালুর বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। পাশাপাশি আটঘরিয়ায় একটি কৃষি কলেজ প্রতিষ্ঠার বিষয়েও তিনি প্রস্তাব উত্থাপন করেন।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test