E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন

২০২৪ ফেব্রুয়ারি ১৮ ১৬:৩০:০০
চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান উদয় শিশু বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক ও শালবন বিহারে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের দিন সকাল সাড়ে ৭টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে চারটি বাসযোগে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা ম্যাজিক প্যারাডাইস পার্কের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ১১টার মধ্যে শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো প্যারাডাইসের সামনে এসে উপস্থিত হয়। এরপর সকালের নাস্তা খেয়ে সকলে পার্কের ভেতরে প্রবেশ করে বিভিন্ন রকমের রাইডে শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ উপভোগ করেন। দুপুর আড়াইটায় দুপুরে খাবার খেয়ে পুনরায় বাসযোগে শালবন বিহারের উপস্থিত হন। সেখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নির্দেশন উপভোগের পর রাফেল ড্র অনুষ্ঠিত হয়। সেখানে সকলের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাজমুন নাহার বলেন, মূলত শিশুদের আনন্দ দেয়া ও বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার জন্যে আজকের এই শিক্ষা সফর। আশাকরি শিশুরা কিছু শিখতে পেরেছেন।
সবশেষে সন্ধ্যা ৭টা শালবন বিহার থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন।

শিক্ষা সফরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ১৮৫ জন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গ্রহন করেন।

(ইউএইচ/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test