E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় অমর একুশে বইমেলার উদ্বোধন

২০২৪ ফেব্রুয়ারি ১৯ ২০:৫৬:৩১
সাতক্ষীরায় অমর একুশে বইমেলার উদ্বোধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ছড়াতে আঁধার তাড়াতে বই পড়ি,পাঠাগার গড়ি এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে তিন দিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেক মঈনুল ইসলাম মঈন।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, সদর উপজেলা ভূমি কর্মকর্তা সুমনা আইরিন,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম,সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী নাজিম উদ্দীন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পিসহ আরো অনেকে।

এ বছর বই মেলার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মদের মধ্যে বই পড়ার অভ্যাস টিকে থাকবে এবং একটি সমৃদ্ধ নতুন প্রজন্ম পাবো। এ বারের বইমেলায় দক্ষিণাঞ্চলের বিশিষ্ট লেখকদের বই নিয়ে সাতক্ষীরায় অমর একুশে বই মেলায় ৩৫ টি স্টল অংশ গ্রহন করছে।

(আরকে/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test