E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোড়েলগঞ্জে মোটর সাইকেল চালককে গুলি করে হত্যা

২০১৪ নভেম্বর ১৩ ১৯:২৪:২৭
মোড়েলগঞ্জে মোটর সাইকেল চালককে গুলি করে হত্যা

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মোড়েলগজ্ঞে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে মাছুম (২৩) নামের এক মটর সাইকেল চালক। বৃহস্পতিবার বিকেলে মোড়েলগজ্ঞ উপজেলার জিউধরা ইউনিয়নের দক্ষিণ পালেরখন্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ হত্যাকান্ডের ঘটনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। জিউধরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি মেম্বর জাহাঙ্গির হোসেন বাদশা জানান, মংলা থেকে মটর সাইকেল যোগে মোড়েলগজ্ঞ ফেরার পথে পালেরখন্ড স্ট্রীল ব্রিজ এলাকায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে এ হতাহতের ঘটনা ঘটে।

সন্ত্রাসীদের লক্ষ ভ্রস্ট গুলিতে ঘটনাস্থলেই মারা যায় মোটর সাইকেল চালক মাছুম সরদার (২৩)। সে পালেরখন্ড এলাকার আব্দুর রশিদের ছেলে। এ সময়ে আওয়ামীলীগ নেতা জাহাঙ্গির হোসেন বাদশার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে কয়েক রাউন্ড ফাকা গুলি চালানো হয়।

আওয়ামীলীগ নেতা জাহাঙ্গির হোসেন বাদশার ছেলে নাজমুল হাসান সুমন জানায়, বৃহস্পতিবার বিকলে তার বাবা মটর সাইকেল যোগে মংলা থেকে মোড়েলগজ্ঞ ফিরছিলো। পথিমধ্যে মোড়েলগজ্ঞ উপজেলার জিউধরা ইউনিয়নের দক্ষিণ পালেরখন্ড এলাকায় পৌছালে রাস্তার পাশে জঙ্গলে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তার পিতাকে হত্যার জন্য গুলি চালায়। সন্ত্রাসীদের ছোড়া গুলি মোটর সাইকেল চালক মাছুমের বুকে বিদ্ধ হলে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি আরও উদ্ভুত পরিস্থিতিতে মোকাবেলায় তার পিতা আওয়ামীলীগ নেতা বাদশার লাইসেন্সকৃত শটগান থেকে পাল্টা গুলি ছোড়া হয়।

অপর একটি সুত্রে জানা গেছে নিহত মোটর সাইকেল চালক মাছুম সরদারের পিছনের দিক থেকে গুলি করা হয়েছে। মংলা থেকে মোড়েলগজ্ঞে ফেরার পথে ওই মোটর সাইকেলের মাঝখানে বসা ছিলো আওয়ামীলীগ নেতা বাদশা । তার পিছনে বসা ছিলো বাদশার দেহরক্ষী মিজান মোল্লা । রাস্তায় খাদা-খন্দকে ভরা থাকায় বাদশার হাতে থাকা তার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে গুলি বের হয়ে মাসুম যায়। স্থানীয় আওয়ামীলীগের প্রতিদ্বন্দী গ্রুপকে ফাসাতে বাদশা মেম্বর পরিকল্পিত ভাবে মোটর সাইকেল চালককে হত্যা করেছে।

অপর একটি পক্ষ বলছে মোটর সাইকেল চালক মাছুম গুলিবিদ্ধ হয়েছে পিছনের দিক থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ।

তবে ঘটনাস্থল মংলার সীমান্তবতী হওয়ায় ও পুলিশ ঘটনাস্থলে রওনা দেওয়া তাদের বক্তব্য পাওয়া যায়নি।
(একে/এসসি/নভেম্বর১৩/২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test