E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পাংশায় আগ্নেয়াস্ত্রসহ দুই ছিনতাইকারি গ্রেফতার

২০২৪ ফেব্রুয়ারি ২০ ২৩:১৭:০৮
পাংশায় আগ্নেয়াস্ত্রসহ দুই ছিনতাইকারি গ্রেফতার

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা ছিনতাইকৃত মোবাইল ফোন ও দেশীয় তৈরী ওয়ান শুটারগানসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

গ্রেফতারকৃতরা হলেন, পাংশা থানার বহলাডাঙ্গা মধ্যেপাড়া এলাকার মোঃ সিরাজ মন্ডলের ছেলে মোঃ সবুজ হোসেন (২৭) ও একই এলাকার মকবুল মন্ডলের ছেলে মোঃ আব্দুল্লাহ (২৮)।

ঘটনা সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে মো: আব্দুল্লাহ (গ্রেপ্তারকৃত আসামী) নাওড়া বনগ্রাম যাওয়ার কথা বলে ভ্যান চালক আলম(২১) কে ভাড়া করে।নাওড়া বনগ্রাম এলাকায় গিয়ে সাধন চন্দ্র মন্ডলের ভুট্টা ক্ষেতে নিয়ে যায়।সেখানে মোঃ সবুজ হোসেন (গ্রেপ্তারকৃত আসামি) তার সাথে যোগ দিয়ে ভ্যান চালক আলম কে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেধে মোবাইল ফোন ছিনিয়ে পালায়।ভ্যান চালকের চিৎকার আশেপাশের লোকজন তাদের ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীরা তাদের নিকট থাকা আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখে হাট বনগ্রাম এলাকার স্বরজিৎ মন্ডলের বাড়িতে লুকিয়ে পরে।

পরে থানা পুলিশ এলাকাবাসী সহায়তায় আসামীদের স্বরজিৎ মন্ডলের বাড়ি থেকে গ্রেফতার করে।এ সময় গ্রেফতারকৃত মোঃ সবুজ হোসেনের কাছ থেকে ছিনতাইকৃত এ্যান্ড্রোয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাট বনগ্রাম পূর্বপাড়া রেজাউল মন্ডলের আম বাগানের ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও সবুজ রংয়ের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

অবৈধ অস্ত্র-গুলি নিজ দখলে রেখে ছিনতাই করার অপরাধে আসামীদের বিরুদ্ধে পৃথক দুইটি নিয়মিত মামল রুজু করা হয়েছে।

(একে/এএস/ফেব্রুয়ারি ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test