E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহে পুলিশের ‘স্টুডেন্টস গার্ডিয়ানস অ্যাওয়ারনেস’ প্রোগ্রাম

২০১৪ নভেম্বর ১৩ ২১:২৪:২৩
ময়মনসিংহে পুলিশের ‘স্টুডেন্টস গার্ডিয়ানস অ্যাওয়ারনেস’ প্রোগ্রাম

ময়মনসিংহ প্রতিনিধি :‘এতদিন মনে করতাম, পুলিশের কাজ শুধু আসামী ধরা, ছাড়া ও রিমান্ডে নেওয়া ইত্যাদি। কিন্তুুু সচেতনতামূলক কাজ করতে শিক্ষার্থী  ও অভিভাবকদের নিয়ে পুলিশের ক্লাস করানো একটি ব্যতিক্রমধর্মী ঘটনা।

এতে সমাজের নানা অসংগতি কার্যক্রম দূর হবে’। এভাবেই গতকাল কথাগুলো বলেন ফুলবাড়িয়া পৌর শহরের বেগম ফজিলাতুননেছা মহিলা মহাবিদ্যালয়ের অভিভাবক বাবর আলী ও ইয়ামিন হোসেন ।

অপরাধ প্রতিরোধে ময়মনসিংহের বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের পক্ষ থেকে নেয়া হচ্ছে পাঠদান। সচেতনতামুলক এ পাঠদানে শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থাকছেন। শুধু তাই নয়, প্রজেক্টরের মাধ্যমে মোবাইল ফোন, ফেসবুকের মাধ্যমে অনৈতিক কাজে জড়িয়ে প্রতারিত হওয়ার ঘটনা সমূহ ভিডিও চিত্রের মাধ্যমে তুলে আনা হয়।
বিষয়টি সামাজিক আন্দোলন হিসেবে ছড়িয়ে দিতে ফেসবুকে ‘স্টুডেন্টস গার্ডিয়ানস অ্যাওয়ারনেস’ প্রোগ্রাম নামে একটি ফ্যান পেঁজ খোলা হয়েছে। প্রায় একটানা দুই বছর ধরে ব্যতিক্রমধর্মী এমন কাজ করে চলেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন।

জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় সমাজ বিনির্মাণে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। জানা যায়, ৬ নভেম্বর ত্রিশালের পোড়াবাড়ি হাইস্কুল, ২৯ অক্টোবর ফুলবাড়িয়া পৌরসভার বেগম ফজিলাতুননেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, ১৫ অক্টোবর ময়মনসিংহ সদরের মুসলিম গালর্স স্কুল এন্ড কলেজ, ২৩ সেপ্টেম্বর ময়মনসিংহ উইমেন্স ডিগ্রি কলেজ, ২৪ সেপ্টেম্বর মহিলা ডিগ্রি কলেজ, ২০ সেপ্টেম্বর গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ১৫ সেপ্টেম্বর গফরগাঁও খায়রুল্লাহ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়, ২৯ আগষ্ট শহরের কালিবাড়ি প্রিমিয়াম আইডিয়াল হাইস্কুল ও ৯ সেপ্টেমবর ময়মনসিংহ মকুল নিকেতনে এই কর্মশালা করা হয়েছে।

এসব প্রতিষ্ঠানে সিডিউল মাফিক দু’ঘন্টা সময় ধরে ক্লাসে সামাজিক ব্যধি, মাদক, যৌন হয়রানি, তরুণ তরুনীদের অসামাজিক বিনোদন, কিশোর বয়সে বড় বড় অপরাধ সংঘটন কিভাবে সামাজিক মূল্যবোধকে কেড়ে নেয়, বাড়িয়ে দেয় পরিবারে অশান্তি ও বিশৃংখলা। এসব বিষয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়।এছাড়া জঙ্গীবাদবিরোধী কর্মসূচীর ওপর গুরুত্ব সহকারে ক্লাসও নেয়া হয়।

ইতিমধ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া, গফরগাঁও, ত্রিশাল, ইশ্বরগঞ্জ, মুক্তাগাছা ও ময়মনসিংহ সদরের প্রায় ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক এ ক্লাস নিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন।

সচেতনতামূলক এমন সভায় অংশ নেয়া ফুলবাড়িয়া পৌরশহরের বেগম ফজিলাতুননেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্রী সুইটি, ১ম বর্ষের লাভলী ও ২য় বর্ষের শান্তা বলেন, জেলা পুলিশের এরকম ক্লাস থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি।

গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম শিকদার জানান,তাঁর প্রতিষ্ঠানে দুই ঘন্টা ধরে এই সচেতনতামূলক কর্মশালায় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ও আন্তরিকভাবে এবং আনন্দের সঙ্গে করেছেন।

গফরগাঁও সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম বলেন, জনগনকে সঙ্গে নিয়ে পুলিশকে কাজ করতে হয়। অপরাধ দমনে শিক্ষার্থীদের নিয়ে এরকম ব্যতিক্রমধর্মী কাজ সমাজের জন্য খুবই উপকার।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, তাঁর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে এরকম প্রোগাম হওয়ায় অনেকটা যৌন হয়রানি রোধ হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, তাঁর পূর্বের কর্মস্থল ইশ্বরগঞ্জ ও ত্রিশালে স্টুডেন্টস গার্ডিয়ানস অ্যাওয়ারনেস প্রোগ্রাম সচেতননেতায় ব্যাপক প্রভাব পড়ে। এ ব্যাপারে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন বলেন, আইনি পক্রিয়ায় সব অপরাধ দূর করা সম্ভব হয় না। তাই বাংলাদেশ পুলিশ সামাজিক সচেতননেতা তৈরিতে কাজ করে যাচ্ছে। এতে তরুণ প্রজম্ম যৌন হয়রানি, মাদক, বিভিন্ন সামাজিক অপরাধের প্রতিরোধ গড়ে ওঠবে। এতে সফল হবে সরকারের নেয়া যৌন হয়রানি, নারি নির্যাতন ও জঙ্গীবাদ বিরোধী কর্মসূচী।

(এইউএস/এসসি/নভেম্বর১৩,২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test