E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে ৭ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

২০২৪ ফেব্রুয়ারি ২১ ২৩:১৭:৩০
ফরিদপুরে ৭ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‌শহরের অম্বিকা ময়দানে ‌ ৭ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ।

বুধবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে এই মেলার উদ্বোধনকালে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে গ্রন্থমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হুসাইন, স্থানীয় সরকার বিভাগের ‌ উপপরিচালক রওশন ইসলাম,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক ‌ মোঃ শাহজাহান ‌, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম লেভি, ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, মেলাটিতে অংশগ্রহণকারী স্টল মালিকগণ এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।‌

আলোচনা সভায় বক্তারা এই গ্রন্থমেলার মাধ্যমে জনগণ বই পড়ার ক্ষেত্রে আগ্রহী হওয়ার পাশাপাশি জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তৃতায় এ কে আজাদ জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের ভুয়সী প্রশংসা করে বলেন, 'আমরা সত্যিই গর্বিত তাঁর মতো একজন সৃজনশীল ভালো মানুষকে জেলা প্রশাসক হিসেবে আমরা পেয়েছি।' এ কে আজাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমরা লজ্জিত যে বইমেলাটি আমাদের পরিবর্তে জেলা প্রশাসন আয়োজন করতে করতে হচ্ছে।' তিনি বলেন, 'এক সময় আমরা বইমেলার আয়োজন করতাম, জেলা প্রশাসন গেস্ট হিসেবে থাকতেন। আজ তিনি আয়োজন করেন আমরা গেস্ট হিসেবে উপস্থিত হই, এটা আমাদের জন্য লজ্জায়। জেলায় সাহিত্য শিল্প সংস্কৃতি দিনে দিনে কোথায় নেমে যাচ্ছে সেটি নতুন করে ভাবার সময় হয়েছে বলেও জানান সংসদ সদস্য এ কে আজাদ। এ কে আজাদ আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছর থেকে যেনো আরও বড় পরিসরে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এই গ্রন্থমেলার আয়োজন করতে পারি এবং জেলা প্রশাসনকে গেস্ট করে আনতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।' বক্তৃতায় ফরিদপুরে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দেয়ার জেলা প্রশাসকসহ প্রশাসনের সকল কর্মকর্তাকে আবারও ধন্যবাদ দেন সংসদ সদস্য এ কে আজাদ।

এবারের অমর একুশে গ্রন্থমেলায় ৩০ টি স্টল বসেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসনের সাথে ‌মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ফরিদপুর শিল্পকলা একাডেমির ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test