E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দরিদ্র শিশুদের মধ্যে বামুনপাড়া নগর উন্নয়ন কমিটির শিক্ষা উপকরণ বিতরণ 

২০২৪ ফেব্রুয়ারি ২২ ১৭:৫৭:৪৯
দরিদ্র শিশুদের মধ্যে বামুনপাড়া নগর উন্নয়ন কমিটির শিক্ষা উপকরণ বিতরণ 

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে শিশুদের বিদ্যালয়মুখী করে পড়ালেখার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে দরিদ্র শিশুদের স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ দিয়েছে বামুনপাড়া নগর উন্নয়ন কমিটি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পূর্ববামুনপাড়া গুচ্ছগ্রামে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মিয়ার উদ্দিন মাস্টার।

বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। মূখ্য আলোচক ছিলেন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর কর্মসূচি ব্যবস্থাপক মিনারা পারভীন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কমিটির কোষাধ্যক্ষ নূরশাহ আলম, সদস্য বদরুজ্জামান প্রিন্স, নাজমুল হক নাহিদ, এপির সিডিও সাব্বির হোসেন রিয়াদ প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর প্রেরণায় ও সহায়তায় নগর উন্নয়ন কমিটির সদস্যরা নিজের চাঁদা তুলে ২০ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে।এর আগে ৭০ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে।

বিতরণকালে জাহাঙ্গীর সেলিম বলেন, মানসম্মত স্বাস্থ্য, শিক্ষা অর্জন, দারিদ্র বিমোচন, বাল্যবিয়ে নিরোধসহ সকল প্রকার বৈষ্যমমুক্ত একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জামালপুর সদর উপজেলায় এরিয়া প্রোগ্রাম (এপি) এর বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। আজ নগর উন্নয়ন কমিটি নিজেদের অর্থায়নে এ ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। প্রতিটি এলাকার বাসিন্দারা যদি এমন কার্যক্রম পরিচালনা করেন তাহলে বাংলাদেশ সত্যিকার পক্ষেই সোনার দেশে পরিণত হবে।

জানা যায়, এপির কর্মএলাকা জামালপুর পৌরসভার ১, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে এবং সদর উপজেলার লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত গ্রাম উন্নয়ন ও নগর উন্নয়ন কমিটি নানা ধরণের শুভ কার্যক্রম বাস্তবয়ান করছে।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test