E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদী ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে লীলা কির্তন

২০২৪ ফেব্রুয়ারি ২৩ ১৩:৪৫:৫৮
ঈশ্বরদী ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে লীলা কির্তন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দিরে ১৬ প্রহর ব্যাপী লীলা কির্তন অনুষ্ঠিত হচ্ছে। সত্যের সারথি সংঘের আয়োজনে ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে এই লীলা কির্তন শুরু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে কির্তন শেষ হবে। শনিবার দুপুরে অনুষ্ঠিত হবে ভোগ আরতি এবং মহোৎসব।

লীলা কির্তন উপলক্ষ্যে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে মন্দির প্রাংগণ। হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী ও পুরুষ এই কির্তনে অংশগ্রহন করে মধুর সুরে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করছে। ভক্তদের জন্য আয়োজন করা হয়েছে প্রসাদ সেবার ব্যবস্থা। এছাড়াও পবিত্র গঙ্গাজল, শ্রী শ্রী মদ্ভগবদ গীতা গ্রন্থ এবং তুলসী বৃক্ষ ভক্তদের মাঝে বিতরণ করা হচ্ছে।

সাতক্ষিরা থেকে আগত রাজিব বিশ্বাস, অঞ্জলী সরকার, বগুড়ার দুপচাচিয়ার অনুপমা রায় এবং নাটোরের বড়াইগ্রামের নৃপেন্দ্র নাথ শিকদার পর্যায়ক্রমে তাদের দল নিয়ে লীলা কির্তন পরিবেশন করছে ।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test