E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'ফরিদপুরে টাকা-পয়সার অভাবে যেন কোন ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ না হয়'

২০২৪ ফেব্রুয়ারি ২৩ ১৫:২২:৩২
'ফরিদপুরে টাকা-পয়সার অভাবে যেন কোন ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ না হয়'

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর-৩ (সদর) আসনে সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ বলেছেন, 'ফরিদপুরে টাকা-পয়সা'র অভাবে যেন কোন ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ না হয়।'

শুক্রবার সকালে উত্তর বিল মাহমুদপুর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ কে আজাদ আরও বলেন, টাকার জন্য কারও পড়াশোনা বন্ধের কোন তথ্য পেলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি ব্যক্তিগতভাবে বা সরকারি ভাবে যেভাবেই হোক তার পড়াশোনা যেন বন্ধ না হয় সেই ব্যবস্থা করবো।'

তিনি জানান, 'মাত্র একমাস কয়েক দিন হলো আমি সংসদ সদস্য হয়েছি। আমাদের প্রতিটি ইউনিয়নে রাস্তা ঘাট স্কুল কলেজের অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে আমি প্রাথমিক কাজ শুরু করে দিয়েছি। সরকারি বরাদ্দ আসলে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।'

এ কে আজাদ জানান, 'আগামী পাঁচ বছর ফরিদপুরের জনগণের সমস্যাগুলো আমি সর্বোচ্চ স্বচ্ছতার সাথে সমাধানের চেষ্টা করে যাবো।

তিনি উপস্থিত শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, 'মাঝে মাঝে দেখা যায় শিক্ষার্থীরা সপ্তাহে ২/৩ দিন স্কুলে আসেনা, এটা খুবই খারাপ কথা। কোন শিক্ষার্থী যেনো স্কুলে অনুপস্থিত না থাকে সেই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রয়োজনে মাঝে মাঝে কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে। মনে রাখবেন ওরাই আমাদের ভবিষ্যৎ কর্ণধার।'

এ কে আজাদ আরও বলেন, 'আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে এমপি বানিয়েছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। আমি তার চেয়েও বেশি খুশি হবো যদি আমাদের শিক্ষার্থীরা আগামী বছর এবারের তুলনায় বেশি ভালো রেজাল্ট করে।' এ কে আজাদ তাঁর বক্তৃতায় শিক্ষকদের উৎসাহিত করে বলেন, 'যদি কোন স্কুলের শিক্ষার্থীরা কমপক্ষে ৫/৬ টা গোন্ডেল এ প্লাস পায় তবে আমি তাঁদের পুরস্কৃত করবো, সংবর্ধনার ব্যবস্থা করবো।'

এসময় সংসদ সদস্য এ কে আজাদের সাথে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নাজমুল ইসলাম লেভি, জেলা আওয়ামী লীগনেতা আব্দুল বাতিন, ফরিদপুর শহর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, আসিফুর রহমান ফারহান প্রমুখ।

এ সময় উক্ত স্কুলের শিক্ষকমন্ডলী, অবিভাবকবৃন্দ, স্কুলটির ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুলটির শিক্ষার্থী ও স্পোর্টস প্রোগ্রামের সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test