E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

২০২৪ ফেব্রুয়ারি ২৩ ১৭:০৮:০৫
বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মেয়র পদে নজরুল ইসলাম সওদাগর পেয়েছেন জগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল পেয়েছেন মোবাইল ফোন, উপজেলা বিএনপির সদস্য সচিব ফকরুজ্জামান মতিন পেয়েছেন নারিকেল গাছ ও সাবেক ভিপি আনোয়ার হোসেন বাহাদুর রেলগাড়ি প্রতীক পেয়েছেন।

মেয়র পদে বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, উপজেলা বিএনপির সদস্য সচিব ফকরুজ্জামান মতিন ও সাবেক ভিপি আনোয়ার হোসেন বাহাদুরসহ সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, বকশীগঞ্জ পৌর নির্বাচনে আজ মেয়র ও সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। পৌর নির্বাচনে মেয়র প্রার্থী চারজন, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর ৪০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতীক পাওয়ার পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। প্রচার-প্রচারণা করার সময় আচরণবিধি মেনে চলার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে তিনি আচরণবিধি পর্যবেক্ষণ করবেন। তাকে সহযোগিতা করার জন্য উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা তারাও বিষয়টি দেখবেন। তিনি আশা করেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা করতে সক্ষম হবো। এ জন্য তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।

জানা যায়, আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌর নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।এবারের নির্বাচনে ১২ টি ভোটকেন্দ্রে মোট ৩৫ হাজার ৫১৮ জন ভোটার প্রথমবারের মতো ইভিএমে তাদের ভোট প্রদান করবেন।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test