E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে নব্বই বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২০২৪ ফেব্রুয়ারি ২৩ ২২:৫০:২৬
ফরিদপুরে নব্বই বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের একটি চৌকস আভিযানিক দল নব্বই বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ‌ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জয় বাংলা বাস স্ট্যান্ডস্থ নিরিবিলি হোটেলের সামনে থেকে হানিফ পরিবহনে তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়। 

জয় বাংলা বাস স্ট্যান্ডস্থ নিরিবিলি হোটেলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পশ্চিম পাশে বেনাপোল থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন আই-১ আসনে বসা যাত্রী জাহিদ হাসান(২৪),পিতা: আলমগীর হোসেন, সাং- পুটখালী, থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর-কে তল্লাশি করে তার কাছ থেকে ৬০(ষাট) বোতল ফেনসিডিল, এইচ-১ আসনে বসা যাত্রী শাওন আহম্মেদ (৩৭), পিতা: মৃত রফিক উদ্দিন মিয়া, সাং- হাসান দিয়া, থানা: ভাঙ্গা,জেলা: ফরিদপুর কে তল্লাশি করে তার কাছ থেকে ২০ (বিশ) বোতল ফেনসিডিল, এইচ-২ আসনে বসা যাত্রি সাজ্জাদ হোসেন (৩৯), পিতা: জাহাঙ্গীর আলম, সাং- ভাংগা টাউন হাসামদিয়া, থানা: ভাংগা, জেলা: ফরিদপুরকে তল্লাশী করে ১০ (দশ) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মোট ৯০(নব্বই) বোতল ফেনসিডিল উদ্ধার গ্রেফতার করে কারবারিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো: আতাউর রহমান বাদী হয়ে নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে মাধ্যমে জেলে পাঠানো হবে বলে জানিয়েছে নগরকান্দা থানা পুলিশ।

(আরআর/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test