E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বংশাই নদীতে পুণ্যার্থীদের স্নান উৎসব

২০২৪ ফেব্রুয়ারি ২৪ ১৯:৪৮:৪৫
বংশাই নদীতে পুণ্যার্থীদের স্নান উৎসব

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈয়দামপুর গ্রামে বংশাই নদীতে সনাতন ধর্মাবলম্বীদের স্নান উৎসব চলছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর থেকে বংশাই নদীতে হাজারো পুণ্যার্থীর ঢল নামে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় দূর-দূরান্ত থেকে আগত হাজারো পুণ্যার্থী পূজা ও স্নান পর্বে অংশ নিয়েছেন।

স্নান উৎসবে অংশ নেওয়া পূণ্যার্থীরা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা তাদের পাপমোচন উপলক্ষে ভোরে মানত ও গঙ্গাস্নান পর্ব সমাপণ করেন। গঙ্গাস্নান করলে সাড়া বছরের পাপ মোচন হয়। মনের আশা ও বাসনা পূরণ হয়। এই স্নান অংশ নিলে পূর্ণ মিলে। তাই দূর-দূরান্ত থেকে লোকজন আসে গঙ্গাস্নানে অংশ নিয়ে তাদের মনের বাসনা পূরণ করতে।

এই মেলা ব্রিটিশ শাসনামলে ভক্ত সাধু নামে খ্যাত এক সন্যাসীর (মাদব ঠাকুর) মূর্তি প্রতিস্থাপন করে পূজা অর্চনা শুরু করেন। এই পূজা উপলক্ষে তখন থেকে গঙ্গাস্নান ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সেই সময় থেকে এটা ডুবের মেলা নামে পরিচিত। ডুবের মেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত ম্নান উৎসব চলে। নারী-পুরুষ ও কিশোর-কিশোরী ম্নান উৎসবে অংশ নেন।

স্নানে অংশ নেওয়া সুজন সরকার বলেন, আজকে আমরা মাঘী পূর্ণিমার মেলায় আসছি। সনাতন ধর্মাবলম্বীদের একটি পূর্ণ্য স্থান। সকাল থেকে বিকেল পর্যন্ত গঙ্গাস্নান হয়। তিনি জানান, ১০০ বছর ধরে এই গঙ্গাস্নান চলে আসছে। ডুবের মেলায় যারা আসে তারা মনের বাসনা নিয়ে গঙ্গাস্নান করতে আসেন। গঙ্গাস্নান করলে মনের বাসনা পূরণ হয়।

স্নানে অংশ নিতে আসা দেবাশীষ দাস বলেন, সনাতন ধর্মাবলম্বীরা মনে করে যে মাঘীপূর্ণিমার তিথিতে উত্তরবাহিত জলে স্নান করলে সাড়া বছরের পাপ মোচন হয়। অনেকে মনে করে স্নান করলে তাদের মনের আশা পূরণ হয়।

মিষ্টি বিক্রেতা মেহেদী হাসান বলেন, ৩০ বছর ধরে এই মেলায় আসি। মেলায় ৯ থেকে ১০ মণ মিষ্টি বিক্রি করা যায়।

পুরোহিত রবিন্দ্র চক্রবর্তী বলেন, পূর্ব পুরুষ থেকে এই গঙ্গাস্নান শুরু হয়েছে। এই গঙ্গাস্নানকে বলে মাঘী পূর্ণিমার গঙ্গাস্নান। ৩০-৪০ জন পুরোহিত এই গঙ্গাস্নানে এসেছে। দূর-দুরান্ত থেকে লোকজন এসেছেন গঙ্গাস্নানে অংশ গ্রহণ করতে। পূণ্যার্থীরা তাদের মনের বাসনা নিয়ে এখানে আসেন।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, পূর্বপুরুষ থেকেই এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা মাঘী পূর্ণিমায় ডুবের মেলা পালন করে থাকেন। মেলা দেখতে দূর-দূরান্ত থেকে অনেক মানুষ আসেন।

(এসএএম/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test