E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে ডাকাত-পুলিশ গুলিবিনিময়, ওসিসহ আহত ১০

২০১৪ নভেম্বর ১৪ ১২:২৬:৩৯
সিরাজগঞ্জে ডাকাত-পুলিশ গুলিবিনিময়, ওসিসহ আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুলিশের সঙ্গে ডাকাতের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তাড়াশ থানার ওসিসহ অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছে পাঁচ ডাকাত। ঘটনাস্থল থেকে একটি শার্টার গান, পাঁচ রাউন্ড শার্টার গানের গুলি ও দেশীয় অস্ত্রসহ ওই পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আহতদের তাড়াশ ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোরের দিকে রানীরহাট-মান্নাননগর আঞ্চলিক সড়কের ঘরগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিনিময়কালে আহত পুলিশ কর্মকর্তা হলেন- তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, উপ-পরিদর্শক (এস আই) সোহেল রানা, উপ-পরিদর্শক (এস আই) মির্জা মোজাহারুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাফিজ ও পুলিশ কনস্টেবল আব্দুল হান্নান।

আটককৃতরা হলেন- তাড়াশ উপজেলার ঘরগ্রামের আহাদ আলীর ছেলে আলহাজ্ব মন্ডল (২৫), বগুড়ার শেরপুর উপজেলার শিমুলিয়া সাতবাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল মমিন (৩৫), একই এলাকার মৃত মফেল সর্দারের ছেলে জিয়া সর্দার (২৫), মৃত বেলায়েত হোসেনের ছেলে আবুল কালাম (৩০) ও সোলাইমান আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৬)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,ভোরের দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট- মান্নাননগর আঞ্চলিক সড়কের ঘরগ্রাম বাজারে ডাকাতির জন্য একদল ডাকাত সংঘবদ্ধ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাতরা। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের গুলিবিনিময়ে তাড়াশ থানার ওসিসহ পাঁচ পুলিশ আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি শার্টার গান, পাঁচ রাউন্ড শার্টার গানের গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গুলিবিদ্ধ পাঁচ ডাকাতকে আটক করে।

তাড়াশ থানার ওসি আতাউর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান।

(ওএস/এইচআর/নভেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test