E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নড়াইলে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের উদ্বোধন

২০২৪ ফেব্রুয়ারি ২৫ ১৩:৪৩:১২
নড়াইলে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া শহরতলীর দাসেরডাঙ্গা এলাকায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় লোহাগড়া শহরের দাসেরডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগড়ার কৃতি সন্তান, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের পরিচালক ড: সৈয়দ ইমদাদুল হক। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি।

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জাপানের বিশিষ্ট ব্যবসায়ী রিউসুকে হনজু, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায়, প্রকৌশলী ফাহমিদা সুলতানা, কাউন্সিলর ফারুক হোসেনসহ প্রমুখ।

মতবিনিময় শেষে প্রধান অতিথি আইওমা কিমিনরি আনুষ্ঠানিক ভাবে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি বলেন, ' দীর্ঘদিন ধরে জাপানের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্বের সম্পর্ক। জাপান এই বন্ধুত্ব বজায় রাখতে চায়।

এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে বলে আমি আশাবাদী। এখানে শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। এখানে জাপনি ও ইংরেজি ভাষা শেখানো হবে। প্রশিক্ষণ শেষে উপযুক্ত শিক্ষার্থীদের জাপানসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের সুযোগ পাবে'।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া শহরতলীর দাসেরডাঙ্গা এলাকায় এক একর ১১ শতক জায়গার ওপর ১২ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ নির্মাণ করা হবে। আগামী ২০২৫ সালে ৪ বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম শুরু হবে।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test