E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১৮:১৫:০৩
জামালপুরে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে যে কোনো দুর্যোগে ক্ষতির মাত্রা কমিয়ে আনা এবং দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বিকাশের লক্ষে দুর্যোগ প্রস্তুতির ক্ষমতা জোরদারকরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মূখ্য আলোচক ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ১২ নং ওয়ার্ডের তেতুলিয়া-রামনগর নগর উন্নয়ন কমিটি (ইউএনডিসি)এর উদ্যোগে পশ্চিম রামনগর ঝিনাই নদীর পাড়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আক্তারুজ্জামান।

ইউএনডিসির সদস্য হালিম চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কমিটির সদস্য সাবেক পুলিশ কর্মকর্তা মুসলিম উদ্দিন, রফিকুল ইসলাম, লিজা, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের সিডিও সাব্বির হোসেন রিয়াদ প্রমুখ।

সভায় বক্তারা ক্ষোভের সাথে বলেন পৌরসভার বাসিন্দা হয়ে ট্যাক্স, খাজনা পরিশোধ করলেও কোন ধরণের পৌর সুবিধা এলাকাবাসী পায় না। সামান্য বৃষ্টি হলে অথবা বন্যা হলে এ এলাকা প্লাবিত হয়ে পড়ে। চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকবাসীকে। নিজেদের সামর্থ অনুযায়ী দুর্যোগ মোকাবেলার চেষ্টা করা হয়। ঝিনাই নদী খনন এবং নদীর পূর্বপাড়ে পাকা সড়ক নির্মান করলে এলাকাবাসীর দুঃখ দূর হতো।

জাহাঙ্গীর সেলিম বলেন, সরকারের পাশাপাশি যে কোন দুর্যোগ মোকাবেলায় নিজেদের সামর্থ এবং সক্ষমতা বৃদ্ধি করতে হবে। অধিকার আদায় করতে হলে নগর উন্নয়ন কমিটির উদ্যোগে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সভায় এলাকার নারী, পুরুষ, শিশু বৃদ্ধ, প্রতিবন্ধীসহ ৬০ জন্য ব্যক্তি অংশ নেন। নগর উন্নয়ন কমিটি আয়োজিত আলোচনা সভায় সার্বিক সহায়তা করে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি)।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test