E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদক বিষয়ে কোন আপোষ নেই : ওমর কাইউম

২০২৪ ফেব্রুয়ারি ২৮ ১৮:৩৭:৫০
মাদক বিষয়ে কোন আপোষ নেই : ওমর কাইউম

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোনার কেন্দুয়া থানায় নবযোগদানকৃত পুরুষ পরিদর্শক (তদন্ত) ওমর কাইউম বলেছেন, সুন্দর ও মানবিক সমাজ গঠনে বাংলাদেশ পুলিশের সদস্যরা সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পুলিশেরের প্রতিটি ভাল কাজে জনগণকে আন্তরিকভাবে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, মাদক, সমাজের একটি বড় ব্যাধি। এই মাদকের সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের সাথে কোন আপোষ নেই। গত ২৫ জানুয়ারি পদোন্নতি পেয়ে কেন্দুয়া থানার পুলিশ (তদন্ত) হিসাবে কর্মে যোগদান করেন। 

আজ বুধবার দুপুরে তার কার্যালয়ে তিনি এক সৌজন্য সাক্ষাৎকালে খোলামেলা আলোচনা করতে গিয়ে এসব বলেন তিনি।

ওমর জনাব ওমর আইউম এর আগে ডিএমপি পল্লবি থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে সসতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জন্ম নেওয়া পুলিশের এই কর্মকর্তা ১৯৯৯ সালে নারায়নগঞ্জ, দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং পরে ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি ও অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। ২০১২ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২ সন্তানের কনক ওমর কাইউম কেন্দুয়া দায়িত্ব পালন কালে জুয়া, সন্ত্রাস ও মাদকমুক্ত সুন্দর ও মানবিক সমাজ গঠনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন বলেন, জনগণ থানায় আসার পর দ্রুততম সময়ের মধ্যে তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করব।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test