E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে সড়কে পড়ে ছিল আ.লীগ নেতার মরদেহ, পরিবারের দাবি হত্যা

২০২৪ ফেব্রুয়ারি ২৮ ১৮:৫৬:২৪
বাগেরহাটে সড়কে পড়ে ছিল আ.লীগ নেতার মরদেহ, পরিবারের দাবি হত্যা

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নকীব আকবর আলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পথচারীরা। গত মঙ্গলবার রাত ৯টার দিকে শহরতলীর মুনিগঞ্জ সেতু এলাকায় বাগেরহাট- চিতলমারী সড়কের একটি ইটভাটার সামনে থেকে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা, চোখ ও কপালে আঘাতে চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে তার ব্যবহুত মোটরসাইকেলটিও পড়ে ছিল। পরিবারের সদস্যদের দাবী এটি পরিকল্পিত হত্যকাণ্ড।

পুলিশ বলছে, আওয়ামী লীগ নেতার মৃত্যুর সঠিক জানতে আজ বুধবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে মর্গে মরদেহের ময়না তদন্ত করা হয়েছে। বিষ্ণুপুর ইউনিয়নে একধিকবার নির্বাচিত চেয়ারম্যান নকীব আকবর আলীর স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে রয়েছে।

পথচারীরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে পথচারিরা বাগেরহাট- চিতলমারী আঞ্চলিক মহাসড়কের মুনিগঞ্জ সেতু এলাকায় একটি ইট ভাটার কাছে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নকীব আকবর আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা, চোখ ও কপালে আঘাতে চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে তার ব্যবহুত মোটরসাইকেলটিও পড়ে ছিল। আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে রাতেই বাগেরহাট আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় জমায়।

নিহতের জামাতা এ্যাডভোকেট এনামুল হোসেন জানান, আদালতে মামলার কাজ শেষে রাতে মোটরসাইকেলযোগে ফিরছিলেন তার শশুর। এটা একটা পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। তার চোখ, কপাল ও মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। তার অনেক শত্রু রয়েছে, মোটরসাইকেল চালানো অবস্থায় তাকে পরিকর্পিত ভাবে হত্যাকান্ড ঘটিয়ে সড়ক দূর্ঘটনা বলে চালিয়ে দিতেও পারে তারা। তিনি দ্রুত তদন্ত করে সঠিক ঘটনা উদ্ঘাটনের দাবী জানান।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর জানান, এটি হত্যাকান্ড না সড়ক দুর্ঘটনা কোনোটিই এখন স্পষ্ট নয়। পুলিশকে তদন্ত করে মৃত্যুর কারণ উদঘাটনে ভূমিকা রাখতে হবে। অপরাধী যদি অনেক বেশি ক্ষমতাধর হলেও তাকে আইনের আওতায় আনতে হবে। নকীব আকবর আলীর মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সানজানা জানান, মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয় আওয়ামী ললীগ নেতা নকিব আকবর আলীকে। বিষয়েটি পুলিশকে জানানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পরই মৃত্যুর সঠিক কারন জানা সম্ভব হবে।

বাগেরহাট সদর থানার ওসি (অপারেশন) সুব্রত কুমার সরদার জানান, মৃতদেহের সুরতহাল ও ময়না তদন্ত করা হয়েছে। এটি মোটরসাইকেল দূর্ঘটনা, নাকি সন্ত্রাসীদের হামলায় নিহতের ঘটনা সে বিষয়টি নিশ্চিত করতে ময়না তদন্তের রিপের্টে পেলেই সঠিক কারন জানা যাবে। পাশাপাশি প্রকৃত ঘটনা উদ্ধারে আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test