E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রমজানকে সামনে রেখে পাবনার ফল ব্যবসায়ীদের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

২০২৪ মার্চ ০২ ১৭:৪৮:২৮
রমজানকে সামনে রেখে পাবনার ফল ব্যবসায়ীদের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

নবী নেওয়াজ, পাবনা : পাবনা চেম্বার অফ কমার্সের মিলনায়তনে আসন্ন রমজানকে সামনে রেখে বিভিন্ন ফলমূল ও খেজুর এর দাম সহনীয় পর্যায়ে রাখা সহ কোন রকম মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করা ও ফলে  বিষাক্ত রাসায়নিক না মেশানোর জন্য ব্যবসায়ীদের সাথে সাংবাদিক, ভোক্তা অধিকার, গোয়েন্দা সংস্থা, সহ প্রশাসনের সকল মহলের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আজ শনিবার বেলা ১২ টায় পাবনা চেম্বার অফ কমার্সের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে ও চেম্বার পরিচালক মাসুদুর রহমান মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এনএসআই পাবনার সহকারী পরিচালক লুৎফুল কবির, ক্যাব পাবনার সভাপতি ও পাবনা চেম্বার পরিচালক এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাব সহ-সভাপতি শহিদুর রহমান, চেম্বার পরিচালক হাজী শফিকুল ইসলাম খান, সাজ্জাদ হোসেন বাচ্চু, ক্যাবের সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম, সাংবাদিক হাসান আলী, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহীন, কলা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, নিউ পাবনা ফল ভান্ডার এর মালিক ইয়াসিন আলী প্রমূখ।

সভায় পবিত্র রমজানে খেজুর, কলাসহ স্থানীয় উৎপাদিক ভোগ্য পন্য এবং বাইরে থেকে আমদানী করা সকল খাদ্য সামগ্রীতে কোনো প্রকার বিষাক্ত কেমিক্যাল/ রাসায়নিক দ্রব্য না মিশানো, বাসি পঁচা খাবার বিক্রি না করা এবং বাজার মূল্য সহনীয় পর্যায় রাখার বিষয় উঠে আসে আলোচনা সভায়।

এ সময় ফল ব্যবসায়ী সমিতির সভাপতি জাকারিয়া হোসেন বলেন, আমাদের খুচড়া বিক্রেতাদের ফলে কেমিক্যাল মিশানোর কোনো সুযোগ নেই কারণ এগুলো আমদানিকারকরা আমদানি করে থাকেন।

তিনি বলেন, দেশের বাইরে থেকে আসা ফল কয়েক হাত হয়ে আমাদের খুচড়া বিক্রেতাদের হাতে আসে। এসব ফলের মূল্য নির্ধারণ করেন আমদানিকারকরা। আমরা যে ভাবে কিনি সেই ভাবে অল্প লাভে বিক্রি করি যাতে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে।

সমাপনী বক্তব্যে চেম্বার সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী বলেন, আমরা বাজার মনিটরিং করার জন্য সকল শ্রেণিপেশার প্রতিনিধি নিয়ে একটি কমিটি করবো।

তিনি বলেন, শুধু রমজান উলক্ষ করে নয়, প্রতিনিয়ত বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান চলবে। সভায় বিন্নি ফল ব্যবসায়ী, ভোক্তা অধিকার কর্মকর্তা, সাংবাদিক ও চেম্বার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এন/এসপি/মার্চ ০২, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test