E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরের নাছির হলেন কেন্দ্রীয়  ছাত্রদলের  সম্পাদক

২০২৪ মার্চ ০২ ২৩:২৪:১২
সুবর্ণচরের নাছির হলেন কেন্দ্রীয়  ছাত্রদলের  সম্পাদক

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নোয়াখালীর সুবর্ণচরের উপজেলার কৃতি সন্তান নাছির উদ্দিন নাছির।

শুক্রবার ১ মার্চ-২০২৪ খ্রি. বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী এর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সা:সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে রাকিবুল ইসলাম রাকিব-কে সভাপতি ও নাছির উদ্দিন নাছির-কে সাধারণ সম্পাদক করা হয়। এবং অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাাহ আমান, দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) পদে শরীফ প্রধান শুভ এর নাম প্রকাশ করা হয়।

জানা যায়, কেন্দ্রীয় সংসদের নবগঠিত সাধারণ সম্পাদক নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী গ্রামে ১ জানুয়ারি ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। তারা বাবা মো. সাহাব উদ্দিন, মা আফরোজা বেগম।

এছাড়াও তার শিক্ষা জীবন ২০০৪ সালে মাধ্যমিক (এস.এস.সি) ও ২০০৬ সালে উচ্চ মাধ্যমিক (এইচ.এস.সি) এবং ২০০৭-০৮ সেশনে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে বি.এ (অনার্স) সফলতার সাথে উত্তীর্ণ হন। এখন ২০২০-২১ সেশনে জাপানিজ স্টাডিজ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স করছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক হওয়ায় পুরো নোয়াখালী জেলা জুড়ে মিষ্টি বিতরন আনন্দ র‍্যালি করে নেতাকর্মিরা।

সুবর্ণচর উপজেলা ছাত্রদল সভাপতি আলী আহসান মোঃ তারেক বলেন, নাসির আমাদের কেন্দ্রীয় নেতা হওয়ায় আমরা আনন্দিত গর্বিত।

সুবর্ণচরের মানুষ আজ খুশি নোয়াখালী জেলা বিএনপির ঘাঁটি, নাসির এর সার্বিক দিক নির্দেশনায় আমরা ছাত্রদল সব সময় ঐক্যবদ্ধ থাকবো। যে কোন আন্দলোন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো।

(আইউএস/এএস/মার্চ ০২, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test