E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে ৭ ব্যবসায়িক প্রতিষ্ঠান

২০১৪ মার্চ ১৩ ১০:৩৪:২৭
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে ৭ ব্যবসায়িক প্রতিষ্ঠান

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুন লেগে ৭ ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায়  ৫০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শটসার্কিট থেকে স্থানীয় তেওয়ারীগঞ্জ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি কার্যালয়ে আগুনের স‍ূত্রপাত হয়। মুহূর্তেই সাহাবুদ্দিনের মুদি দোকান, মাহফুজের কাপড়ের দোকান, কবিরের কনফেকশনারি, স্টুডিওসহ ৭টি দোকান ও মালামাল পুড়ে যায়।

তেওয়ারীগঞ্জ বাজার কমিটির সহ-সভাপতি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাহাবুদ্দিন জানান, তার দু’টি দোকান পুড়ে প্রায় ৮/১০ লাখ টাকার ক্ষতিসহ ৭টি দোকানের প্রায় ৬০/৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

(ওএস/এইচআর/মার্চ ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test