E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০ দফা নির্দেশনা অমান্য

জামালপুরে ফের ৩ হাসপাতালে জরিমানা, অপারেশন থিয়েটার ও ল্যাব সিলগালা

২০২৪ মার্চ ০৩ ১৭:১০:১৮
জামালপুরে ফের ৩ হাসপাতালে জরিমানা, অপারেশন থিয়েটার ও ল্যাব সিলগালা

রাজন্য রুহানি, জামালপুর : স্বাস্থ্য অধিদপ্তরের দশদফা নির্দেশনা না মানায় জামালপুরে আবারও তিনটি বেসরকারি হাসপাতালে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ ও র‌্যাবের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জরিমানা করা বেসরকারি হাসপাতাল তিনটি হলো, শহরের তমালতলা মোড়ের ইউরোপা ডায়াগনস্টিক সেন্টার, সদর উপজেলার নান্দিনা এলাকার নান্দিনা ডায়াগনস্টিক সেন্টার ও লিখন ডায়াগনস্টিক সেন্টার।

রবিবার (৩ মার্চ) দুপুর থেকে যৌথ অভিযানে ওই তিন হাসপাতালে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ১০ দফা নির্দেশনা না মানায় তমালতলা মোড়ের ইউরোপা ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ হাসপাতালের অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়। এরপর নান্দিনা এলাকার নান্দিনা ডায়াগনস্টিক সেন্টারে দশদফা নির্দেশনা লঙ্ঘন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার লিখন ডায়াগনস্টিক সেন্টারে অসঙ্গতি পাওয়ায় ২০হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এর আগে গেল বৃহস্পতিবার জামালপুরের ৩ টি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানাসহ ২টি অপারেশন থিয়েটার সিলগালা করে স্বাস্থ্য বিভাগ।

(আরআর/এসপি/মার্চ ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test