E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

২০১৪ নভেম্বর ১৪ ১৯:২৭:২৫
বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বগুড়া প্রতিনিধি: বগুড়া ডায়াবেটিক সমিতির ব্যবস্থাপনায় ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

সকালে বগুড়ার নবাববাড়ীস্থ ডায়াবেটিক সমিতি ভবন হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

সকাল ১০টা হতে শহরের সাতমাথায় এবং তালোড়া বাজার, দুপচাঁচিয়ায় ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয় যেখানে ৪০০ শত আগ্রহী মানুষ ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং করানোর সুযোগ পান।

র‌্যালীতে বগুড়া ডায়াবেটিক সমিতির সভাপতি আমজাদ হোসেন তাজমা, সাধারণ সম্পাদক এ এইচ এম গোলাম রসুল খান, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক শাহ মোঃ আখতারুজ্জামান ডিউক, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক একেএম ফজলুল হক রেন্টু, ও নির্বাহী সদস্যবৃন্দ অধ্যাপক ডাঃ একেএম আহসান হাবীব, আব্দুল্লাহেল কাফি ছানা, ডাঃ গাজী সাইফুল আলম চৌধুরী, শফিকুল ইসলাম খোকন এবং বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সর্বস্তরের সুধী অংশগ্রহন করেন।

র‌্যালী শেষে সংস্থার হলরুমে আমজাদ হোসেন তাজমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



(এএসবি/এসসি/নভেম্বর১৪,২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test