E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কিশোর গ্যাং’র হামলায় আইসিইউতে মাদ্রাসা শিক্ষার্থী 

২০২৪ মার্চ ০৪ ১৮:৩২:৪৬
কিশোর গ্যাং’র হামলায় আইসিইউতে মাদ্রাসা শিক্ষার্থী 

আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছে মেহেদী হাসান (১৪) নামে এক দাখিল মাদ্রাসা শিক্ষার্থী। মেহেদী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছে। একটি নির্দিষ্ট সময় না যাওয়া পর্যন্ত তার ব্যাপারে চিকিৎসকরাও কিছু বলতে পারছে না। 

উপজেলার ধলাইরচর বরকতিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মেহেদী হাসান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের হাফিজুর রহমানের একমাত্র ছেলে। আলফাডাঙ্গা পৌর শহরে বিদ্যুৎ অফিস সংলগ্ন ফুফা মাওলানা আলী আকবারের বাড়িতে থেকে মেহেদী লেখাপড়া করে।

পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসান গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে ধলাইরচর বরকতিয়া মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা শেষে তার চাচাতো ভাই জোবায়েরের সাথে মোটরসাইকেলে ফুফা আলী আকবারের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কলেজের সামনে আসলে মোটরসাইকেল অধিক গতিতে চালানো হয়েছে এমন অভিযোগে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যরা মটর সাইকেলে তাদের তাড়া করে মেহেদীর ফুফার বাড়ির সামনে গতিরোধ করে তার উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। স্থানীয়রা মেহেদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানের অবস্থা খারাপ দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আহত মেহেদীর ফুফা আলী আকবার সিসি টিভির ফুটেজ দেখে সনাক্ত করে কিশোর গ্যাংয়ের মূলহোতা কাশিয়ানী উপজেলার বেজড়া গ্রামের শুভ কাজী (১৬), আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামের মো. তামিম (১৬), কুসুমদি গ্রামের রাকিব (১৭), অপু (১৬) ও একই উপজেলার ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকার নয়নের (১৭) নাম উল্লেখপূর্বকসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামী করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।

ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মোছলেম উদ্দীন উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, আমাদের মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মেহেদী একজন মেধাবী শিক্ষার্থী। একদল কিশোর কোন কারণ ছাড়াই তার উপর নির্মম হামলা চালিয়েছে। তার অবস্থা খুবই শংকটাপূর্ণ। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।’

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, ঘটনার দিন রাতেই থানায় একটি মামলা হয়েছে। মামলার পর ঘটনার মূলহোতা শুভ ও তার সহযোগী তামিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকীদের ফ্রেফতার করার চেষ্টা করছি।

(টিইউ/এসপি/মার্চ ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test