E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কিছু ক্ষতি হয়েছে, ২মন ধান দিয়ে দেব’

২০২৪ মার্চ ০৫ ১৪:৪৫:০৬
‘কিছু ক্ষতি হয়েছে, ২মন ধান দিয়ে দেব’

শেখ ইমন, শৈলকুপা : শনিবার সারাদিনও জমিতে বাতাসে দোল খাচ্ছিল বাড়ন্ত ধান গাছ। তা দেখে মনে ছিল আনন্দ, কমতি ছিল না স্বপ্নেরও। তবে সকাল হতে না হতেই সেই স্বপ্ন ফিকে হয়ে যায় কৃষক গিরীন চন্দ্র ও রমজান জোয়ার্দ্দারের। রাতের আধারে পাল্টে গেছে ধানক্ষেতের চিত্র। সবুজ ধানক্ষেত এখন হয়েছে যুবলীগ নেতার পুকুর। ভোরে কৃষকদের বাড়িতে গিয়ে ঐ নেতা বলছেন ‘কিছু ক্ষতি হয়েছে আপনাদের, ২মন ধান দিয়ে দেব’। চোখের পলকে নিজেদের ফসলী ধানী জমি হারিয়ে যেতে দেখে পাগল প্রায় দুই কৃষক। পুলিশের কাছে দিয়েছেন অভিযোগ, তবে মেলেনি সমাধান।

ঘটনা শনিবার রাতে ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের চর ডাউটিয়া গ্রামের। ঐ গ্রামের কৃষক গিরীন চন্দ্র মন্ডলের নিজস্ব ১৬ শতক ও রমজান জোয়ার্দ্দারের ৮শতক ধানের ক্ষেত এখন হয়ে গেছে যুবলীগ নেতার পুকুর। সারারাত ধরে ভেকু মেশিন দিয়ে তৈরী করা হয়েছে এই পুকুর। যিনি এমন কাজ করেছেন তিনি হলেন, শৈলকুপা উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার খাঁন। তিনি ঐ ইউনিয়নের কুশবাড়িয়া গ্রামের পাঞ্জাব আলী খাঁনের ছেলে ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, চর ডাউটিয়া গ্রামের কৃষক গিরীন চন্দ্র মন্ডল বাড়ির পাশে তার নিজস্ব ১৮ শতক জমিতে এবার ধান লাগিয়েছেন। সেই জমির পাশে অপর কৃষক রমজান জোয়ার্দ্দার ১৮ শতক জমিতে ধান লাগিয়েছেন। এর পাশেই রয়েছে যুবলীগ নেতা তুষার খাঁনের একটি মজা পুকুর, যে পুকুরের বেশীরভাগ অংশই অন্যান্য কৃষকের কাছ থেকে লীজ নেয়া।

কৃষক গিরীন চন্দ্র মন্ডল জানান, শনিবার রাত ১২টার দিকে ভেকু মেশিন দিয়ে ভোর পর্যন্ত তার ১৮ শতক জমির ১৬ শতক সম্পূর্ণ ধান কেটে দিয়ে এক রাতেই নিজের পুকুরের অংশ বানিয়েছে তুষার খাঁন। জমিটুকু নেয়ার জন্য বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিলেন, পুকুর কাটার ব্যাপারে তার সাথে কোন ধরনের কথা বলেনি তুষার খাঁন, ভয়ে ঐ রাতে তিনি কোন কথা বলতে পারেননি। গিরীন চন্দ্র বলেন, তুষারের কাছে ২বছরের জন্য অন্য একটি দাগে ৭০ শতক জমি লীজ দিয়েছেন ৫০ হাজার টাকায়, যার ১বছর পার হয়ে গেছে। আর যে জমির ধান কেটে রাতের আঁধারে পুকুর বানিয়েছে সেটি তুষার বা কারো কাছে কোন লীজ দেননি বা কেনা-বেচা করেননি। ধান আর জমির মাটি কেটে নিজের দখলে নিয়ে তার ১ লক্ষাধীক টাকার উপরে ক্ষতি করেছে ।

অন্যদিকে প্রান্তিক চাষী রমজান জোয়ার্দ্দার জানান, তার মাত্র নিজের ১বিঘা জমি রয়েছে। সেই জমির ১৮শতকের দাগে ধান লাগানো হয়েছে, তার সেই ক্ষেতের ৮শতক শনিবার রাতে ভেকু মেশিন দিয়ে কেটে নিজের পুকুরের অংশ বানিয়েছেন যুবলীগ নেতা তুষার খান।

রমজানের স্ত্রী ঝর্না খাতুন জানান, ভোরের দিকে তুষার খাঁন তাদের বাড়িতে এসে জানান, ‘ধানের ক্ষেতে কিছু ক্ষতি হয়েছে, এর জন্যে ২মন ধান দিয়ে দিবেন’।

এসব ঘটনায় যুবলীগ নেতা তুষার খাঁন বলেন, চরডাউটিয়া গ্রামের রাস্তার পাশে তার একটি মজা পুকুর রয়েছে। সেই পুকুর একটু বড় করে পাড় বাঁধছেন। গিরীনের যে জমি লিজ নিয়েছেন সেটি বেশ দূরে বলে স্বীকার করে বলছেন নতুন দাগের ১৮ শতকের ১৬ শতক নেননি কিছু অংশ পাড় বাঁধতে ক্ষতি হয়েছে, ধানের দাম দিয়ে দেবেন। তিনি আরো বলছেন রমজান জোয়ার্দ্দারের কিছু ক্ষতি হয়েছে, ২মন ধান দিয়ে দিবেন। এটিকে দখল না বলে জানান ।

চর ডাউটিয়া গ্রামের ইউপি সদস্য বকুল হোসেন জানান, জোর করেই রাতের অন্ধকারে ভেকু দিয়ে ধানী জমি জবর দখল করা হয়েছে, যা অন্যায় ।

এসব বিষয়ে ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান জানিয়েছেন, বিভিন্ন সময় ধরে সাবেক যুবলীগ নেতা তুষার তার পুকুরের পাশের ঐ জমি লীজ নেয়ার চেষ্টা করেছে। তবে কৃষকেরা রাজি হয়নি। এ ব্যাপারে শালিস- বৈঠকের মাধ্যমে যার যার জমি তার দেয়া হয়েছে। কিন্তু তুষার রাতের আঁধারে এভাবে জমি দখল করেছে, এ দায়ভার দল নিবে না। কৃষকদের আইনের আশ্রয় নেয়ার কথা বলা হয়েছে। অনুরুপ কথা জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ধলহরাচন্দ্র ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার রহমানের ছেলে দিনার বিশ^াস ।

এ ব্যাপারে শৈলকুপা থানার এসআই নবকুমার জানান, স্থানীয় ইউপি সদস্য সহ তারা ঘটনাস্থলে গিয়েছিলেন, রাতের আঁধারে ভেকু দিয়ে জমি সহ ধান কেটে নিয়ে পুকুর বানানো হয়েছে, এ ব্যাপারে তুষার কে খুঁজছেন এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে ।

(এসই/এএস/মার্চ ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test