E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

২০২৪ মার্চ ০৫ ১৯:৫২:৫৪
দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে অবৈধ ইট ভাটায় অভিযান চালানোর সময় পরিবেশ অধিদপ্তরের  ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছেন ভাটার মালিকসহ শ্রমিকরা। এ সময় ভাটার মালিকের নির্দেশে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুর করে। শ্রমিকদের হামলায় দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা,বুলডুজারের গাড়ির চালক সুরুজ, হেলপার মাসুদ ও তিনজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। ইটপাটকেলের আঘাতে ভেকু সহ ম্যাজিস্ট্রেটকে বহনকারী একটি গাড়ির সামনের ও পিছনের গ্লাস ভেঙে দেয় শ্রমিকরা।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস, পুলিশ ও ভেকু নিয়ে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি নেতৃত্বে মোবাইল কোর্টটি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের পূর্ব সাইতাড়া রাবারড্যাম সংলগ্ন মোকারম হোসেনের মালিকানাধীন এমএইচবি ব্রিক্স নামে ইট ভাটায় আসে। এ সময় মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মোকারম হোসেনকে ডেকে তার ভাটাটি পরিচালনার বৈধ কাগজপত্র দেখতে চান।

এ সময় তিনি ভাটা পরিচালনার কাগজপত্র ঠিক না থাকায় ৪ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা না দিয়ে উল্টো ম্যাজিস্ট্রেট এর সঙ্গে খারাপ আচরন করেন ভাটা মালিক মোকারম হোসেন ও তার ছোট ভাই মোস্তাফিজার। পরে নির্বাহী মেজিস্ট্রেট ভেকু দিয়ে ইটভাটা ভাঙচুর শুরু করে। এতে মোকারম হোসেন এর হুকুমে শ্রমিকরা মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটসহ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ ও মারধর করেন। তখন ম্যাজিস্ট্রেটদের বহন করা গাড়ির সামনের ও পিছনের দুটি গ্লাস এবং বেকুটি ভেঙে দেয় । এ সময় ম্যাজিস্ট্রেটসহ পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হক জানান, পূর্ব সাইতাঁড়া গ্রামে অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি জানিয়েছেন, দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় আমরা কয়েক দিন ধরে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে আসছি। আজ (মঙ্গলবার) চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতাঁড়া গ্রামের এমএইচ নামের একটি ইটভাটায় গিয়ে প্রথমে কাগজপত্র দেখাতে বলি। তারা কোনো কাগজপত্র দেখাতে না পারলে চার লাখ টাকা জরিমানা ও ভাটা গুঁড়িয়ে দেওয়ার সময়' মালিকের নির্দেশে অতর্কিতভাবে ভাটার ইট দিয়ে ঢিল মারে ভাটায় কর্মরত শ্রমিকরা। এ সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করে তারা। এতে পুলিশ কয়েকজন আহত হয়েছে।

এর আগে আমরা আরও দুটি ইটভাটায় অভিযান চালিয়ে সাত লাখ টাকা জরিমানা করেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, পরিবেশ অধিদপ্তের সহযোগি কর্মকর্তা এনামুল হোসেন।তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দু:জনক। ওই ইট ভাটা মানিকের বিরুদ্ধে প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

(এসএএস/এএস/মার্চ ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test