E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে দিনব্যাপী কৈশোর মেলা 

২০২৪ মার্চ ০৬ ১৮:১০:৩০
গোপালগঞ্জে দিনব্যাপী কৈশোর মেলা 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে দিনব্যাপী কৈশোর মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)  এই মেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর মোহাম্মদ নাসিম ও আয়োজক সংগঠনের জোনাল ম্যানেজার মোঃ তোফাজ্জেল হোসেন।

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস এর (বিজ) শিক্ষা ও সামাজিক সুরক্ষা বিভাগের উপসহকারী পরিচালক শাহী মাছুমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সহকারী পরিচালক মতিউর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার কামরুজ্জামান, শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা প্রোগ্রাম অফিসার মো. মামুনুর রশিদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ মেলায় কিশোর কিশোরীদের ১০ টি স্টল বসে। উদ্বোধনের পর অতিথিরা স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।দিনব্যাপী মেলার মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কিশোর কিশোরীরা এতে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।

(টিবি/এসপি/মার্চ ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test