E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজৈরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন

২০২৪ মার্চ ০৭ ২০:২৬:৩১
রাজৈরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে, রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে, ৭ই মার্চ বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলা চত্বরে যথাযোগ্য মর্যাদা ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন হয়।

এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে রাজৈর উপজেলা পরিষদের হল রুমে আজ সকাল ১১ ঘটিকায় ,আলোচনা সভায় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপমা ফারিসা, এর সভাপতিত্বে ও রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ফজলুল হক বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলার সহকারী কমিশনার ভূমি, সাইফুল ইসলাম, রাজৈর থানার অফিসার ইনচার্জ, আসাদুজ্জামান হাওলাদার, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহাবুদ্দিন সাহা, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার, মীর আব্দুল কাইয়ুম ,রাজৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান , সেলিনা মোস্তফা।

এছাড়া বক্তব্য রাখেন প্রভাষক ও সাংবাদিক নিত্যানন্দ হালদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা যুবলীগের আহ্বায়ক রেদওয়ানুল হক রেজন, রাজৈর পৌর সভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সেখ সাগর আহমেদ উজির, বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক হাওলাদার, এশিয়ান টিভির রাজৈর উপজেলা প্রতিনিধি অনাদি কুমার মন্ডল, বাংলা একাত্তরের সাংবাদিক বিপুল কুমার দাস, রাজৈর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আরো অনেকে।

পরিশেষে, বঙ্গবন্ধু এর ভাষন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(বিকেডি/এএস/মার্চ ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test