E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ফরিদপুরে প্রতিটি স্কুলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সবার সহযোগিতা জরুরি’

২০২৪ মার্চ ০৮ ১৭:১৩:৫৫
‘ফরিদপুরে প্রতিটি স্কুলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সবার সহযোগিতা জরুরি’

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ‘ফরিদপুরে প্রতিটি স্কুলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সবার সহযোগিতা জরুরি’ বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ।

শুক্রবার (৮ মার্চ) ফরিদপুরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ কে আজাদ বলেন, ‘আমাদের এলাকার শিক্ষিত লোকের সংখ্যা অনেক, কিন্তু তাদের মধ্যে মানসম্মত শিক্ষার শিক্ষিতের সংখ্যা আমাকে হতাশ করেছে। একজন বিএ পাশ বা এমএ পাশ ছেলেমেয়ের যে ধরনের কোয়ালিটি থাকা উচিত, সেটা তাদের মধ্যে আমি খুব কমই পেয়েছি।’

আজাদ বলেন, ‘আমি এগুলো যখন অনুধাবন করলাম, তখনই ভাবলাম সংসদ সদস্য নির্বাচিত হলে আমি আমাদের ছেলেমেয়েদের শিক্ষার মান বাড়াতে কাজ করবো। এবং আমার দেয়া অন্যতম নির্বাচনী ওয়াদাও ছিলো এটি। আপনারা আমাকে বিপুল ভোটে সংসদ সদস্য বানিয়েছেন, এখন আমি আমার দেয়া ওয়াদা রক্ষা করতে কাজ শুরু করেছি, কিন্তু আমি যতোই চেষ্টা করি আপনাদের সবার সহযোগিতা ছাড়া আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো না।’

এ কে আজাদ আরও জানান, ‘শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের অবিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার এই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।’

এছাড়া, কোন শিক্ষার্থী যেন তার প্রতিষ্ঠানে অনুপস্থিত না থাকে, সে ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনে মাসে অন্তত একটি করে কাউন্সিলিং সভা করারও পরামর্শ দেন সংসদ সদস্য এ কে আজাদ।

এছাড়া ভবিষ্যতে ফরিদপুরকে একটি আদর্শ শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলবেন বলেও জানান এ কে আজাদ এমপি।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ শুক্রবার- চরমাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও গেরদা আয়নলু উলুম দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাতিন, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহাতাব আলী মেধু, ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম লেভি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বাবু, সাবেক জেলা আওয়ামী লীগনেতা এডভোকেট বদিউজ্জামাল বাবুল, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন, কৈজুরী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মো. মামুনুর রশীদ খান, ফরিদপুর শহর আওয়ামী লীগের সদস্য জামাল উদ্দীন কানু, ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান ফারহান প্রমুখ।

(আরআর/এসপি/মার্চ ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test