E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগরে আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই, ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

২০২৪ মার্চ ০৮ ১৮:২৫:৪৮
শ্যামনগরে আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই, ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরের কামালকাটি গ্রামে একটি পরিবারের বসতবাড়ি ও রান্নাঘর আগুনে ভষ্মিভূত হওয়ার দুই দিন পরও স্বাভাবিক হতে পারেনি ওই দরিদ্র পরিবারের সদস্যরা। তবে আগামী উপজেলা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর  ব্যাপারে আন্তরিকতা দেখাচ্ছেন। 

ঘটনার বিবরণে জানা যায়, শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামের কার্তিক মন্ডল মাত্র দুই শতক জমিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। গত বুধবার সন্ধ্যার পরে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকাকালিন বসতঘরে আগুন জ্বলতে দেখে তাদেরকে খবর দেয়। লোকজন ছুঁটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তাতেও শেষ রক্ষা হয়নি। বসতঘর ও রান্না ঘরসহ নগদ টাকা, মজুতকৃত খাদ্যশস্য ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমান ৬ লাখেরও বেশী। তবে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জমান, আগামি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা ও এড. কৃষ্ণপদ মণ্ডল কিছু নগদ টাকা ও এসবেস্টরস দিয়ে কার্তিক মণ্ডলের ঘর পূণঃনির্মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছন। এছাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকেও তাকে সহায়তা করা হবে।

(আরকে/এসপি/মার্চ ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test