E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘এদেশে নারীদের শিক্ষা, সুরক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক মুক্তির অগ্রসেনা শেখ হাসিনা’

২০২৪ মার্চ ০৮ ১৮:৫১:০৫
‘এদেশে নারীদের শিক্ষা, সুরক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক মুক্তির অগ্রসেনা শেখ হাসিনা’

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান বলেছেন, ‘এদেশে নারীদের শিক্ষা, সুরক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক মুক্তি'র জন্য শেখ হাসিনা যা করেছেন তা বাংলাদেশ নারী সমাজকে কৃতজ্ঞতার সহিত আজীবন স্মরণ করতে হবে। দেশের নারী জাগরণের অগ্র সেনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’

শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর আয়োজিত ফরিদপুর শহরের কবি জসিমউদদীন হলে এক আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঝর্ণা আরও জানান, 'আমাদের ভাগ্য ভালো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি এবং তিনি এদেশের নারীদের ভাগ্য ফেরাতে নিরলসভাবে কাজ করার সুযোগ পেয়েছেন এবং তিনি তা সফলভাবে করে যাচ্ছেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে আজাদ বলেন, ' জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের নারীদের জন্য যেসব কাজ করেছেন তা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ কে আজাদ আরও বলেন, বেগম রোকেয়া এদেশের নারী জাগরণের সূচনা করেছিলেন, আর শেখ হাসিনা এদেশে তার সফল বাস্তবায়নে কাজ করেছেন এবং করে যাচ্ছেন।'

সভাপতি বক্তব্যে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, 'দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশীদারত্ব রয়েছে গভীরভাবে। নারীদের সুরক্ষা, সুযোগ ও দেশের মানুষের সমঅধিকার নিশ্চিতে অগ্রাধিকার ভিত্তিতে দেশের নারী সমাজের পাশে থাকবে সরকার।'

'নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ' প্রতিপাদ্য বিষয়ের মধ্যদিয়ে এবার ৮ মার্চ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস পালন করছে বাংলাদেশ।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্ত্বে ফরিদপুরে অনুষ্ঠিত নারী দিবসের এক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ। অনুষ্ঠানটির সহোযোগিতায় ছিলেন ফরিদপুরের বিভিন্ন এনজিও সমুহ।

উক্ত অনুষ্ঠানে নারী নেত্রীরা জানান, 'বাংলাদেশে নারীর অর্থনৈতিক সম্ভাবনা ও সুযোগ নিশ্চিতে যথেষ্ট আইনি সুরক্ষা নেই। এ সম্পর্কিত যথেষ্ট আইনকানুন থাকলেও, তার বাস্তবায়নের অবস্থা ভালো নয়। এ বিষয়ে সরকারে আরও মনোযোগি হওয়ার আহ্বান জানান উপস্থিত এনজিও'র নারী নেত্রীরা।

এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসানের নেতৃত্ব একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কবি জসিমউদদীন হলের সামনে এসে শেষ হয়।

(আরআর/এসপি/মার্চ ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test