E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

২০২৪ মার্চ ০৯ ২০:১৯:৩৭
ঝিনাইদহে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : “কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্মবলিদান’ প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” এ প্রতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে।

শনিবার (৯মার্চ) সকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ঝিনাইদহ পুলিশ লাইনস মাঠে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত থেকে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান (বিপিএম-সেবা), র‌্যাব ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমাণ্ডার মেজর নাঈম আহম্মেদ,অতিরিক্ত পুলিশ সুপার(কোটচাঁদপুর-মহেশপুর সার্কেল) মোঃ মুন্না বিশ্বাস, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আজিজসহ থানা ও ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তারা। পরে নিহত পুলিশ সদস্যদের স্মরণে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান ওইসব পুলিশ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেন এবং ভবিষ্যতে তাদেরকে সরকারি নানা সুযোগ-সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দেন। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ছাড়াও জেলা গোয়েন্দা (ডিবি), সিআইডি, ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও প্রত্যেক থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্যদের সব ধরণের সহায়তা দেয়ার জন্য পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।

(একে/এএস/মার্চ ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test