E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০২৪ মার্চ ১১ ১৫:৩৩:৫২
ফরিদপুরে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস আয়োজিত অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল দশটায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অটিজম শিশুদের দৌড়, টেনিস বল নিক্ষেপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে স্টেডিয়ামের জিমনেসিয়ামে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানটির প্রথান অথিতি ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, 'অটিজম শিশুরা দেশের বোঝা নয়, বরং তাদেরকে আমাদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।’

উপস্থিত অবিভাবকদের উদ্দেশ্যে কামরুল আহসান বলেন, 'অটিজম শিশুদের কোন ধরনের সহযোগিতা দরকার হলে, যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, তবে আমরা তা সমাধান করার চেষ্টা করবো। এদেশে কোন শিশু পিছিয়ে থাকবে না। আমরা চাই অটিজম ছেলে মেয়েরা যেন সমাজের মূল ধারায় সাথে মিলে মিশে সমান তালে কাজ করে দেশের সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হয়।’

পরে তিনি অটিজম শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ‌ আমিনুর রহমান ফরিদ।

(আরআর/এসপি/মার্চ ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test