E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পুলিশ জনগণের বন্ধু’

২০২৪ মার্চ ১১ ১৭:২৭:০৬
‘পুলিশ জনগণের বন্ধু’

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেছেন, ‘আপনাদের সবার সহযোগিতা ও নিজেদের কাজটা সঠিকভাবে করার সুযোগ পেলে, সেদিন বেশি দূরে নয়, ফরিদপুরের মানুষ অনুধাবন করবে, 'পুলিশ জনগণের বন্ধু।’

রবিবার (১০ মার্চ) রাতে দৈনিক বাংলা ৭১ এর সাথে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

হাসান আরও জানান, ‘মনে রাখতে হবে বর্তমান পুলিশ ও অতীতের পুলিশ এক নয়। বর্তমান পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলা করা পুলিশ। পুলিশ নিরলস ভাবে কাজ করে জনগণের শান্তি শৃঙ্খলার জন্য, এসব যেনো আমরা ভুলে না যাই।'

তিনি বলেন, 'পুলিশ কতটুকু জনবান্ধব হতে পারে, তা নির্ভর করে জনগণ পুলিশ সম্পর্কে কী ভাবছে ও পুলিশকে তারা কতটা সহজভাবে গ্রহণ করছে, সেটার ওপরে। সব কাজের দায়িত্ব পুলিশের ওপর না চাপিয়ে কিছু কাজ জনগণকেও ভাগাভাগি করে নিতে হবে। শুধু মামলা-পাল্টা মামলায় কোন সমস্যা সহজে সমাধান হয় না, বরং মামলা দিকে না ঝুঁকে কিছু সমস্যা সামাজিক বিচার সালিশেও সমাধান করা সম্ভব। সব কাজের দায়িত্ব পুলিশের ওপর দিয়ে দায় সারা উচিত নয়, সমাজেরও কিছু দায়িত্ব আছে। সব কাজ পুলিশকে করতে হলে এই বাহিনীকে হতে হবে ফেরেশতা বা জ্বিন। পুলিশ তার নিজেদের নানা সীমাবদ্ধতার মধ্যে জনগণের জন্য কাজ করে যায় বলেও জানান তিনি।

ওসি হাসানুজ্জামান বলেন, 'আমি ফরিদপুর কোতোয়ালি মডেল থানায় প্রায় নতুনই বলা চলে। আমি থানায় এসেই স্থানীয় জনগণের জন্য থানার পুলিশকে সহজলভ্য করে দিয়েছি। যে কোন জনগণের জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকে। ফরিদপুর কোতয়ালি মডেল থানায় এখন আর কোন দালালের অস্তিত্ব নেই, জনগণ যে কোন কাজে সরাসরি থানায় এসে, কোন প্রকার ভোগান্তি ছাড়াই সব ধরনের সহযোগিতা পেয়ে থাকে ‘

ফরিদপুরের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি অন্য যেকোনও সময়ের তুলনায় ভালো উল্লেখ করে ওসি মো. হাসানুজ্জামান আরও বলেন, ‘ফরিদপুরের পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আগের তুলনায় ফরিদপুর কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের কার্যক্রমে অনেক বেশি জনবান্ধব।’

তিনি বলেন, ‘ছোটকাল থেকে পুলিশ সম্পর্কে মানুষের মনে যে ভীতি ঢুকিয়ে দেওয়া হতো, সেটা এখন আর নেই। বর্তমানে কেউ আর শিশুদের বলে না- ‘এই চুপ করো, পুলিশ আসছে।’ পুলিশ এখন অনেকটা জনবান্ধব, নারীবান্ধব, শিশুবান্ধব ও মানবিক।'

ওসি হাসান আরও জানান, 'অস্বীকার করার সুযোগ নেই, জনগণের সাথে পুলিশের গভীর সম্পর্ক স্থাপনে আমাদের আরও অনেক দূর যেতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা চাই- জনতার সঙ্গে, জনতার কাছে, জনতার হয়ে, সেই জনতার পুলিশ হওয়ার জন্য; যাতে মনে হয় আমরা শুধু ইউনিফর্ম পরা জনতা, যা আসলে জনতারই অংশ। ঠিক কমিউনিটি পুলিশিংয়ের মতো, আমি সব সময় সেটি মনে করেই কাজ করি।'

ফরিদপুরের জনগণের উদ্দেশে ওসি হাসানুজ্জামান বলেন, ‘ফরিদপুরের জনগণের সহযোগিতা পেলে, তাদের পাশে পেলে পুলিশ এই এলাকার সব অপরাধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারবে এবং জনগণকে সাথে নিয়ে সব ধরনের যুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জয়ী হবে, ইনশাআল্লাহ।'

সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ওসি মো. হাসানুজ্জামান বলেন, 'সাংবাদিক ভাইদেরও বুঝতে হবে আমরা মানুষ, ফেরেস্তা নই, আমাদেরও ভুল হতে পারে। আপনারা সমাজের দর্পণ, আপনারা জাতির বিবেক। আমরা ভুল করলে আপনারা যেমন ফলাও করে সংবাদ প্রকাশ করেন, তেমনি আমাদের অর্জনগুলোও তুলে ধরে সংবাদ প্রকাশ করবেন প্লিজ! এতে জনগণ পুলিশ সম্পর্কে যতোটুকু নেতিবাচক মনোভাব পোষণ এখনও করে, তা থেকে সরে আসবে।'

একইসঙ্গে তিনি জানান, 'আমাদের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উন্নত জনসেবা নিশ্চিত করতে ফরিদপুর কোতয়ালি মডেল থানা পুলিশ সব সময় সচেষ্ট থাকবে।'

ফরিদপুরের স্থানীয় জনগণ একদিন বলবে ‘পুলিশ আমাদের বন্ধু’ এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি জানান, 'আগামী দিনগুলোতে যেনো ফরিদপুরের মানুষের আরও কাছাকাছি যেতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি, যাতে বার বার আমাদেরই না বলতে হয়- ‘পুলিশ মানুষের বন্ধু’ অথবা ‘জনগণের বন্ধু’। জনগণই যাতে বলে, ‘পুলিশ আমাদের বন্ধু’।

জনগণকে সাথে নিয়ে সেদিনের সুন্দর প্রত্যাশায় সততার সাথে এগিয়ে যেতে চান, ফরিদপুর কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।

(আরআর/এসপি/মার্চ ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test