E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধা নিত্য রঞ্জন বিশ্বাসের মৃত্যুবার্ষিকী পালিত

২০২৪ মার্চ ১১ ১৯:২৫:৪৩
নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধা নিত্য রঞ্জন বিশ্বাসের মৃত্যুবার্ষিকী পালিত

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর নগরকান্দা উপজেলার বীর মুক্তিযোদ্ধা নিত্য  রঞ্জন বিশ্বাসের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৌরসভার মধ্যজগদীয়া দস্তিদার বাড়িতে ১১ (মার্চ) সোমবার সকালে এক ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।

নিত্য রঞ্জন বিশ্বাস ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দফা গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম মৃত্যু রাম চন্দ্র বিশ্বাস ও মাতার নাম মৃত্যু অবলা রানী বিশ্বাস। চার ভাইয়ের মধ্যে নিত্য রঞ্জন ছিলেন দ্বিতীয়।

এ উপলক্ষে বোন এর বাসভবনে তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনব্যাপি দিবসটি পালন করছেন তাঁর আত্মীয়, স্বজন ও বিশ্বাস পরিবারের সদস্যরা।

নিত্য রঞ্জন বিশ্বাস ২০২০ সালের ১৬ আগস্ট ভারতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বীর মুক্তিযোদ্ধা নিত্যরঞ্জন বিশ্বাসের সহধর্মিনী রেভা রানী বিশ্বাস জানান,১৯৭১ সালের যে কষ্ট দুঃখ সহ্য করে ভারতে যেয়ে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে এক দুঃসাহসী অভিযানের মধ্যে দিয়ে দেশের জন্য তিনি কাজ করে গেছেন। তার এই কষ্ট আমরা সব সময় স্বীকার করি সে সময় পরিবার নিয়ে কত কষ্টে জীবন যাপন করেছি। আজ তার ৪র্থ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ধর্ম সভার আয়োজন করেছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেছে। বিশেষ করে আজ আমি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক দের পাশে পেয়ে সবার প্রতি আমি কৃতজ্ঞ।

(পিবি/এএস/মার্চ ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test