E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অনুমোদন ছাড়া আইসক্রীম উৎপাদন ও বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

২০২৪ মার্চ ১২ ১৭:৫৮:১০
অনুমোদন ছাড়া আইসক্রীম উৎপাদন ও বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : রমজানের প্রধম দিনে অনুমোদন ছাড়া আইসক্রীম উৎপাদন ও বিক্রির দায়ে একটি ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। একই সাথে ফাক্টরিতে অভিযান চালিয়ে নামীদামী আইসক্রীমে ফ্যাক্টরির নকল প্যাকেট ও বিপুল পরিমান উৎপাদিত নকল আইসক্রীম জব্দ করে তাৎক্ষনিক ধ্বংস করেছে।   

আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাটের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার ও পুলিশের যৌথ টিম শহরতলীর মাঝিডাঙ্গা এলাকায় নামসর্বস্ব অনুমোদনহীন একটি আইসক্রীম ফ্যাক্টরিতে অভিযানে আইসক্রীম তৈরির বিপুল পরিমান ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত তরল পানি, দেশের বিভিন্ন জেলার নামীদামী আইসক্রীমে ফ্যাক্টরির নকল প্যাকেটে ভরা বিপুল পরিমান নকল আইসক্রীম জব্দ করে তাৎক্ষনিক ধ্বংস হয়। একই সাথে ফ্যাক্টরি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

(এস/এসপি/মার্চ ১২, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test