E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিসা কারখানার ধোঁয়ায় হুমকিতে পরিবেশ

২০২৪ মার্চ ১২ ১৮:১২:২৮
সিসা কারখানার ধোঁয়ায় হুমকিতে পরিবেশ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই ভাঙা হচ্ছে পুরাতন ব্যাটারি। এসব ব্যাটারি পুড়িয়েই তৈরি করা হচ্ছে সিসা। ব্যাটারির অ্যাসিডের তীব্র গন্ধ ও ধোঁয়ায় ভারী হয়ে উঠছে আশপাশের এলাকা। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে এলাকার শিশুরা। এছাড়া এখানকার বর্জ্য যাচ্ছে আবাদি জমিতে। ফলে কমে যাচ্ছে ফলন।

উপজেলার চারতালা এলাকায় চারিদিকে ঘিরে গড়ে তোলা হয়েছে সিসার কারখানা। স্তূপ করে রাখা হয়েছে পুরাতন ব্যাটারি। দিনের আলোয় শ্রমিকরা ব্যাটারি ভাঙার কাজ করলেও রাতে কয়েকটি বড় চুল্লিতে ভাঙাড়ি পুড়িয়ে তৈরি করা হয় সিসা।

শুধু তাই নয়, ব্যাটারির বিষাক্ত সালফিউরিক অ্যাসিডসহ ময়লা আবর্জনা ফেলা হচ্ছে যত্রতত্র। লোহার মোটা ছুরির সাহায্যে আলাদা করা হচ্ছে প্লাস্টিক ও সিসা। এভাবেই অবাধে চলছে কারখানায় সিসা তৈরির কাজ। এতে জলাশয় ও আবাদি জমিতে বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পড়ছে। এ থেকে সিসা যাচ্ছে মানবদেহে। ধোঁয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্টসহ নানা রোগে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক কৃষক জানান, এখানকার ধোঁয়ায় ছোট ছেলে-মেয়েদের শ্বাসকষ্ট ছাড়াও ফসল নষ্ট হচ্ছে। কারখানার পাশেই আমার ৫ বিঘা ফসলি জমি রয়েছে। এ কারখানা হওয়ার পর থেকে ফলন কম হচ্ছে। দ্রুত এই অবৈধ কারখানা বন্ধ হলে আমাদের উপকার হতো।

কারখানার শ্রমিক নুর আলম জানান, গরিব মানুষ কাজ করে খেতে হয়। অন্য কাজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এই ব্যাটারি কারখানায় কাজ করছি।

কারখানার মালিক গাইবান্ধা জেলার মশিউর রহমান জানান, দেশের বিভিন্ন জায়গায় এভাবেই পুরাতন ব্যাটারি প্রক্রিয়াজাত করা হয়। তবে আমরা সাংবাদিকসহ স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই কারখানা চালাচ্ছি।

এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম জানান, বিষয়টি অবগত নই, তবে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এসপি/মার্চ ১২, ২০২৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test