E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা

২০২৪ মার্চ ১৩ ১৫:৪৭:৪৩
জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা

রাজন্য রুহানি, জামালপুর : ১৩ মার্চ ১৯৭১ সালে জামালপুরে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে দুই বীর মুক্তিযোদ্ধা ও এক প্রবীণ সাংবাদিককে সম্মাননা দিয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সম্মাননাপ্রাপ্ত গুণীরা হলেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ফকির, বীর মুক্তিযোদ্ধা সোহবার আলী ফকির ও প্রবীণ সাংবাদিক মুক্তিযুদ্ধকালীন গণসংগীত শিল্পী সুশান্ত কুমার দে কানু।

বুধবার (১৩ মার্চ) সকাল ১১টায় ১৩ মার্চ জামালপুরের প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপন পর্ষদ আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মাননা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু।

পতাকা উত্তোলন দিবস উদযাপন পর্ষদের সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরুর কন্যা যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা।

কবি সাযযাদ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মতি মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহানারা বেগম, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ফকির, বীর মুক্তিযোদ্ধা সোহবার আলী ফকির, প্রবীণ সাংবাদিক সুশান্ত কুমার দে কানু, কবি আলী জহির, মোখলেছুর রহমান, মহব্বত আলী ফকির, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

বক্তারা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হিরুর নামে অধুনালুপ্ত ঐতিহাসিক গৌরীপুর কাছারী মাঠের কোন একটা স্থাপনা তাঁর নামে নামকরণের দাবি জানান।

উল্লেখ্য, ১৩ মার্চ ১৯৭১ সালে তৎকালীন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া (হিরু) গৌরীপুর কাচারী মাঠে পাকিস্তানি পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন।

(আরআর/এএস/মার্চ ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test