E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারগঞ্জে দুই সমবায় সমিতি থেকে ৬ কর্মচারী আটক

২০২৪ মার্চ ১৩ ১৯:৫০:২৯
মাদারগঞ্জে দুই সমবায় সমিতি থেকে ৬ কর্মচারী আটক

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে অভিযানে চালিয়ে পৃথক দুটি সমবায় সমিতি থেকে ৬জন কর্মচারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৩ মার্চ) উপজেলার বালিজুড়ী বাজারের এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শতদল সমবায় সমিতি থেকে ৩ জন এবং নবদ্বীপ সমবায় সমিতি থেকে ৩ জনসহ ৬জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাদারগঞ্জে শতদল সমবায় সমিতির কর্মচারী বাদল খন্দকার, শিমুল হোসেন ও নাজমুল হোসেন এবং নবদ্বীপ সমবায় সমিতির কর্মচারী ওয়াসিম আক্রাম, খন্দকার শ্যামল ও রাসেল মিয়া।

স্থানীয়রা জানায়, উপজেলা সমবায় অফিস থেকে লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকের হাজার কোটি টাকা জামানত নিয়ে সমিতির নিজস্ব তহবিল ভারি করে মাদারগঞ্জের বিভিন্ন সমবায় সমিতি। পরে সমিতিগুলোতে গ্রাহকেরা তাদের গচ্ছিত জামানত ফেরত চাইলে নানা তালবাহানা শুরু করে সমিতির লোকজন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আরআর/এএস/মার্চ ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test