E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

২০২৪ মার্চ ১৪ ১৮:১৬:৩১
ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর শহরের অম্বিকাপুরে পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ির আঙিনায় জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পল্লী কবি জসীমউদ্দীনের ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ‌ফরিদপুর অম্বিকাপুরে কবি'র মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান তালুকদার, ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমসহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন।

এরপর ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির এর সভাপতিত্বে কবি'র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফরিদপুরের প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুস সামাদ, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান প্রমুখ। এছাড়া সেখানে ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাও সদস্যবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পল্লীকবি জসীমউদ্দীনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। কবি জসীমউদ্দিনের সৃষ্টিগুলোকে আমাদের নতুন প্রজন্ম যেন বুকে ধারণ করতে পারে, কবিকে যেনো এই প্রজন্ম মনে রাখে, গভীরভাবে লালন করে সোদিকে আলোকপাত করা হয়। পল্লী বা গ্রামের মানুষের সুখ-দুঃখ, আনন্দ-ফুর্তি, ভালোবাসা- বিরোহ, কান্না-খুশি-বেদনাগুলো কবি জসিমউদদীন তাঁর রচনাগুলোতে সুনিপুণভাবে তুলে ধরেছিলেন। প্রিয় কবি চিরকাল তাঁর লেখা কবিতা, গল্প ও উপন্যাসের প্রতিটি শব্দ চয়নে বেঁচে থাকবেন আমাদের মাঝে, এমনটি আশা প্রকাশ করেন আলোচকেরা।

প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ মর্যাদায় পল্লীকবি জসীমউদ্দীনে মৃত্যু দিবস পালন করছে ফরিদপুরের জসীম ফাউন্ডেশন ও জেলা প্রশাসন। এবার পালিত হচ্ছে পল্লীকবি জসীমউদ্দীনের ৪৮তম মৃত্যুবার্ষিকী।

এদিকে, পল্লীকবি জসীমউদ্দীনে ৪৮তম মৃত্যুবার্ষিকীতে কবি'র প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে দৈনিক বাংলা ৭১ পরিবার।

(আরআর/এসপি/মার্চ ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test