E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

২০২৪ মার্চ ১৫ ১৩:২৫:৩৬
সালথায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি মো. টিপু সুলতান, সালথা থানার এসআই আব্দুল হালিম, সালথা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল রাজ্জাক, উপজেলা বন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি মনির মোল্লা প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, বাজারের অস্বস্তিমূলক প্রতিযোগিতা ঠেকাতে অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, আমদানিকারি, উৎপাদনকারি, ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের, বাজার সমিতিসহ সকলের ভূমিকা পালন করতে হবে। সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিয়ে সমন্বিতভাবে কাজ করে বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখবেন।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, রমজান মাসে সংযমী হয়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে অনুরোধ করেন।

(এএনএইচ/এএস/মার্চ ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test