E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবার মাঠে নামলেন ওসি

২০২৪ মার্চ ১৫ ১৩:২৭:১৯
ফরিদপুরে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবার মাঠে নামলেন ওসি

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : পবিত্র রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ডিসি, এসপি'র পর এবার মাঠে নামলেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরের চকবাজার, নিউমার্কেট এলাকাসহ স্থানীয় সবজি, মাছ ও মাংসের বাজার পরিদর্শন করেন ফরিদপুর কোতোয়ালি মডেল ওসি মো. হাসানুজ্জামান।

এসময় ব্যবসায়ীদের কাছে বিভিন্ন পণ্যের দাম সঠিক রাখার অনুরোধ করেন তিনি। এছাড়া ওসিকে ফুটপাতে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান অপসারণ করতেও দেখা যায়।

এবিষয়ে কোতয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান গণমাধ্যমকে জানান, ফরিদপুরের এসপি মোহাম্মদ মোর্শেদ আলমের দিক নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষে প্রতিনিয়ত ফরিদপুরের বিভিন্ন বাজার মনিটরিং করছেন তারা। এছাড়া রমজান ও আসন্ন ঈদুল ফিতরের কথা মাথায় রেখে ফরিদপুর শহরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। এসব কাছে সার্বক্ষণিক শহরের বিভিন্ন স্থানে পুলিশের টিম মোতায়েন রয়েছে বলেও নিশ্চিত করেন মো. হাসানুজ্জামান।

তিনি বলেন, ফরিদপুর শহরবাসীর যাতে কোনো প্রকার সমস্যায় পরতে না হয়, সেকারণে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। যে কোনো সমস্যায় ও যে কোন সময়ে, স্থানীয় বাসিন্দাদের থানার নম্বরে ফোন করে অবহিত করার অনুরোধও করেন ওসি মো. হাসানুজ্জামান।

বাজার মনিটরিংকালে ব্যবসায়ীদের হুঁশিয়ার করে ওসি আরও বলেন, 'কেউ কোনো পণ্যর দাম বেশি নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুর পুলিশ প্রশাসন কর্তৃক হকারমুক্ত বেইলি ব্রিজসহ শহরের ফুটপাতে কেউ দোকান নিয়ে বসতে পারবে না বলেও জানান তিনি। এবিষয়ে ওসি হাসানুজ্জামান বলেন, 'মানুষের চলাচলে সমস্যা হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।'

ওসি আরও জানান পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম স্যারের নির্দেশনায় ঈদকে সামনে রেখে ছিনতাইকারী, মলম পার্টিসহ অপরাধীরা যাতে কোনোভাবে বিচরণ করতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনগণকেও এবিষয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি। ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে লেনদেন করতে পারে, সেক্ষেত্রেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান। বাজার মনিটরিং এর এই অভিযানকালে ওসির সাথে ফরিদপুর কোতয়ালি থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের ডিসি, এসপি'র পর থানা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফরিদপুরের স্থানীয় সাধারণ জনগণ।

উল্লেখ্য, পবিত্র রমজানের শুরু থেকেই ফরিদপুরের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ফরিদপুরের নিত্যপন্যের বাজার মনিটরিং করে আসছেন। এ বিষয়ে তাদের প্রতি স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সমর্থনও লক্ষ্য করা গেছে।

(আরআর/এএস/মার্চ ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test