E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে শহর কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ 

২০২৪ মার্চ ১৫ ১৭:৩৮:১৩
ফরিদপুরে শহর কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ 

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর শহর কৃষক লীগের উদ্যোগে এক কৃষক সমাবেশ আজ শুক্রবার ‌সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর শহর কৃষক লীগের সভাপতি কামরুল হাসান বাবলুর সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম আহবায়ক নসরু খান আকাশের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন কৃষক লীগনেতা হারুনুর রশিদ, আব্দুর রাজ্জাক ফকির, ১১ নং ওয়ার্ড কৃষক লীগের লীগের সভাপতি তানভীর রাসেল, ২২ নং ওয়ার্ড কৃষক লীগ সভাপতি ‌সোখেল উদ্দিন আহমেদ, শহর কৃষক লীগের সদস্য দীপক বারুই, ৫ নং ওয়ার্ড কৃষক লীগ সভাপতি মো. আক্কাস মন্ডল প্রমুখ।

সভায় ‌বক্তারা ১৯৯৫ সালের মার্চ মাসব্যাপী বিএনপি-জামাত জোট সরকার কতৃক কৃষক নির্যাতন ও সার না দিয়ে ‌১৮ জন কৃষককে নির্মমভাবে হত্যা করার কথা মনে করিয়ে দিয়ে, বিএনপি -জামাতের রাজনীতির তীব্র সমালোচনা করেন। ওই সময়ের ওই ঘটনার জন্য বিএনপি-জামাত সরকারকে দায়ী করে কঠোর সমালোচনা করেন নেতারা।

বক্তারা জানান, আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার। এই সরকারের আমলে কৃষকরা তাদের সার ও বীজের ন্যায্য মূল্য পাচ্ছেন। দেশে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলেছেন। এক ইঞ্চি জমিও এখন মানুষ অনাবাদি রাখতে চায় না। যা বিগত কোন সরকারের আমলে ‌সম্ভব হয়নি। বক্তারা ‌মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‌ দেশের উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে দেশের কৃষক সমাজকে বঙ্গবন্ধুকন্যার পাশে থাকার আহ্বান জানান। একই সাথে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে, অর্জিত হয়ে বঙ্গবন্ধু কন্যার স্বপ্নের উন্নত স্মাট বাংলাদেশ বলে আশাবাদ ব্যক্ত করেন ফরিদপুর শহর কৃষক লীগের নেতৃবৃন্দ।

(আরআর/এসপি/মার্চ ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test