E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামগঞ্জে টিআর প্রকল্পের চালে সোলার প্রকল্প

২০১৪ নভেম্বর ১৫ ১৬:৫৩:৫৭
রামগঞ্জে টিআর প্রকল্পের চালে সোলার প্রকল্প

রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুতের লোডশেডিং চলাকালে আ‘লীগ নেতাদের বাসা চলবে সোলার বিদ্যুৎ। স্থানীয় এমপি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব চলতি টিআর প্রকল্পে আ‘লীগ নেতাদের নামে সোলার ক্রয় বাবত ২টন করে টিআর চাল বরাদ্ধ দিয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা ব্যাপী সমালোচনার পাশাপাশি আ‘লীগ নেতাদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সুত্রে জানায়, চলতি মৌসুমে স্থানীয় এমপি লায়ন এম,এ আউয়াল তিনশত টন টিআর চাল বরাদ্ধ পায়। বরাদ্ধ পাওয়া টিআর গুলো ১৭২টি প্রকল্পে অনুমোদন দিয়ে বুধবার ও বৃহস্পতিবার পিআই অফিসে পৌছে। খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা পিআই অফিসে উপস্থিত হয়ে হতগম্ভ হয়ে পড়ে। তালিকা দেখা যায় স্থানীয় ছাড়াও কেন্দ্রিয় আ‘লীগ নেতাদের নামে সোলার ক্রয় বাবদ ২টন করে বরাদ্ধ। সাউদেখিল গ্রামের আ‘লীগ নেতা আবু তাহের মেম্বার বলেন, নোয়াগাও ইউপি নেতা সহেল রানা, মোঃ সহেল পাটোয়ারী ছাড়াও কেন্দ্রি আ‘লীগ নেতা এবং এমপি প্রার্থী এম,এ মমিন পাটোয়ারীর নামে সোলার ক্রয় প্রকল্প এমপির তালিকা।

চন্ডিপুর ইউপি আ‘লীগের সাধারন সম্পাদক কামাল হোসেন ভূইয়া বরেন, চন্ডিপুর উদয় সংসদ অস্তিস্তহীন প্রতিষ্ঠানের নামে এমপি ৬ টনের টিআর বরাদ্ধ দেয়। ভোলাকোট ইউপি আ‘লীগের সভাপতি আমিনুল ইসলাম টিপু বলেন,এমপি তরিকত ফেডারেশনকে প্রতিষ্ঠিত করতে টিআর তালিকা আ‘লীগের নেতাদের নাম উল্লেখ করেছে। তালিকা লক্ষ্মীধর পাড়া গ্রামে অস্তিত্ত্বহীন বঙ্গবন্ধ সংসদের নামে ২ টন চাল বরাদ্ধ দিয়েছে। যা দুঃখজনক ছাড়া আর কিছুই নয়। উপজেলা ভাইস চেয়ারম্যার দেলোয়ার হোসেন বাচ্চু বলেন, এমপি সাথে সোলার দিবে বলে প্রত্যেক ইউপি থেকে ৪টি করে নাম চেয়েছে। সে মোতাবেক নাম দেওয়া হয়েছে। কিন্তু তিনি যে টিআর চালে সোলার প্রকল্প দিবে তা বলেনি।

(এমএএইচপি/পি/নভেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test