E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

২০২৪ মার্চ ১৭ ১৭:৪২:২১
জামালপুরে নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

রাজন্য রুহানি, জামালপুর : নানা কর্মসূচির মাধ্যমে জামালপুরে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাধ্যমিকস্তরের ছাত্রছাত্রীদের রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবনালেখ্য নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন ও ৭ মার্চের ভাষণ সম্প্রচার, শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে সৌন্দর্যবর্ধন, সাজসজ্জা, আলোকসজ্জা ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, মিলাদ-মাহফিল ও দোয়া/প্রার্থনা, সরকারি হাসপাতাল, কারাগার ও শিশু সদন/পরিবারে ইফতারসামগ্রী বিতরণ।

রবিবার (১৭ মার্চ) সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। শুরুতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রমুখ।

এছাড়া জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক, প্রেসক্লাব জামালপুরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এদিকে, দুপুরের পর থেকে জেলার সকল ধর্মীয় উপাসনালয়ে মিলাদ-মাহফিল, দোয়া ও প্রার্থনা করা হয়। এছাড়া সরকারি হাসপাতাল, কারাগার ও শিশু সদন/পরিবারে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

(আরআর/এসপি/মার্চ ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test