E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব’র মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

২০২৪ মার্চ ১৮ ১৭:১২:২২
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব’র মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ১৮তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে বরিশালের গৌরনদী ও ঢাকাস্থ বাসভবনে নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, দিবসটি উপলক্ষে মরহুমের নিজ গ্রাম লাখেরাজ কসবায় মরহুমের পারিবারিক উদ্যোগে দিনভর কোরানখানী, আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও জাতীয় ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে এবং ঢাকা ধানমন্ডি ভাষা আন্দোলন যাদুঘর ও গবেষনা কেন্দ্রে পৃথকভাবে কর্মসূচি গ্রহন করা হয়েছে।

জানা গেছে, ১৯২৭ সালের ২৩ ডিসেম্বর গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন কাজী গোলাম মাহবুব। তিনি ওই গ্রামের কাজী আব্দুল মাজেদের জ্যেষ্ঠপুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভাবে অংশগ্রহন করেন। ওই বছরের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অনুষ্ঠিত হরতাল কর্মসূচীতে পিকেটিং করতে গিয়ে তিনি প্রেপ্তার হয়ে কারাবরন করেন। কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে ১৯৫২ সালের ২৭ জানুয়ারি তৎকালীন সময়ের পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমদ্দিন কর্তৃক উর্দুকে পাকিস্তানে একামাত্র রাষ্ট্রভাষার ঘোষনা দিয়ে পল্টনে বক্তব্যে রাখার পর নতুন করে ভাষা আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে তিনি সর্বদলীয় সভার আয়োজন করেন। ওই সভায় তাকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক করা হয়। ২০০৬ সালের ১৯ মার্চ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাাধীন অবস্থায় কাজী গোলাম মাহবুব মারা যান।

(টিবি/এসপি/মার্চ ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test