E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সংসদ সদস্য এ কে আজাদ

২০২৪ মার্চ ১৯ ১৩:০২:০৭
ফরিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সংসদ সদস্য এ কে আজাদ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে আর্থিক সহায়তা ও নতুন বাড়ি তৈরি করার জন্য টিন বিতরণ করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আজাদ। সোমবার (১৮ মার্চ) দুপুরে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাড়িতে পরিদর্শনে গিয়ে এসব সহায়তা দেন তিনি।

এসময় সংসদ সদস্য এ কে আজাদ বলেন, সরকারের পক্ষ থেকে যে ধরনের সাহায্য করা প্রয়োজন আমি পর্যায়ক্রমে আপনাদের জন্য তা করার চেষ্টা করবো। এখন আপনাদের পরিবারকে আশ্রয় দেয়ার জন্য ব্যক্তিগত তহবিল থেকে এই সহায়তা দেয়া হলো।

এ কে আজাদ প্রত্যেকটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন এবং অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জামাল শেখ, মহিম শেখ ও মজনু শেখের পরিবারকে টিন সহায়তা দেন।

গত বুধবার দুপুর দুইটার দিকে জামাল শেখের রান্নাঘর থেকে ইফতারের রান্নার প্রস্তুতির সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তাদের তিনটি পরিবারের প্রায় ছয়টি ঘর সম্পুর্ণ পুড়ে যায়। তাদের বাড়িতে লাগা আগুনে প্রতিবেশী দুই পরিবারের দুটি গরুর ঘর ও একটি রান্নাঘরও পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামাল শেখ বলেন, 'আমরা দিনমজুর পরিবারের সদস্য। আমাদের তিনটি পরিবারের জামা-কাপড় ছাড়া সব কিছুই আগুনে পুড়ে গেছে। গত একমাস আগে আমার ছোট ভাই মহিম শেখের রিকশাটিও চুরি হয়ে গেছে। আমার মেয়ের লেখাপড়ার বই-খাতা সব পুড়ে ছাই হয়ে গেছে

(আরআর/এএস/মার্চ ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test